গুজরাত সরকারও আগামী বছরের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে জলসঙ্কট চাইছে না। কারণ, সেক্ষেত্রে সাধারণ মানুষ সরকারের উপর ক্ষুব্ধ হতে পারেন। সেই কারণেই রাজ্যজুড়ে যজ্ঞের আয়োজন করা হচ্ছে
2/6
গুজরাত মন্ত্রিসভার বৈঠকে এই যজ্ঞ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী নীতীন পটেল জানিয়েছেন, তিনি, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী এবং সরকারি আধিকারিকরা যজ্ঞে যোগ দেবেন। প্রসাদ বিতরণও করা হবে
3/6
এই মরসুমে যাতে পর্যাপ্ত বৃষ্টি হয়, তার জন্য যজ্ঞ করার সিদ্ধান্ত নিয়েছে গুজরাত সরকার
4/6
গুজরাত সরকার জলাশয়গুলির গভীরতা বাড়ানোর জন্য এক মাসব্যাপী সুজলম সুফলম জল অভিযান প্রকল্পের কাজ শুরু করেছে। এরই সঙ্গে করা হবে যজ্ঞ
5/6
গুজরাতে এবার মারাত্মক গরম পড়েছে। জলাধারগুলি দ্রুত শুকিয়ে আসছে। ফলে খরা পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই পর্যাপ্ত বৃষ্টি চাইছেন গুজরাতের মানুষ
6/6
বিজয় রূপানি সরকার জানিয়েছে, ইন্দ্রদেব ও বরুণদেবকে সন্তুষ্ট করার জন্য ৩৩টি জেলা ও আটটি প্রধান শহরে হবে এই যজ্ঞ