২০১৩-য় কংগ্রেস সহ সভাপতি হওয়ার পর এক ভাষণে রাহুল কীভাবে তাঁর মা সনিয়া গাঁধী তাঁকে রাত একটায় ঘুম থেকে জাগিয়ে দেন, সে প্রসঙ্গে বলেন, আজ সকালে আমি রাতে জেগে উঠলাম।
2/5
গত বছর ফিরোজাবাদের এক কৃষক সমাবেশে রাহুলকে বলতে শোনা যায়, আপনারা সবাই এলাকায় আলুর কারখানা চাইছেন। কিন্তু আপনারা তো জানেন, আমি বিরোধী শিবিরের নেতা। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আমার। আলুর কারখানা খুলতে পারব না।
3/5
ছোটা উদয়পুরে তিনি এসেছিলেন কমবয়সি ছেলেমেয়েদের সঙ্গে সমবাদ কর্মসূচিতে যোগ দিতে। টাউন হলে সেই অনুষ্ঠান শেষে বাইরে বেরিয়ে আসার পথে তিনি না দেখেই ঢুকে পড়েন মহিলাদের রেস্টরুমে। যদিও ওখানে পুরুষ, মহিলাদের শৌচাগার আলাদা চিহ্ন বা ছবি দিয়ে দেখানো ছিল না বলে খবর। ফলে রাহুল প্রথমে বুঝতে পারেননি ওটা মহিলা শৌচাগার। তবে ভুল বোঝা মাত্রই বেরিয়ে আসেন। তবে গোটা ঘটনার ছবি ভাইরাল হয়ে যায়।
4/5
গত আগস্টে রাহুল বেঙ্গালুরুর ইন্দিরা ক্যান্টিনের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে আচমকা আম্মা ক্যান্টিন বলে বসেন!
5/5
নয়াদিল্লি: মাঝেমধ্যেই অনভিপ্রেত কাণ্ড ঘটিয়ে নিজেকে বিড়ম্বনায় ফেলে দেন রাহুল গাঁধী। বক্তৃতার মধ্যেই বিভ্রান্তিকর কথাবার্তা বলে বা ভুল নাম উচ্চারণ করে হোঁচট খাওয়ার অভ্যাস আছে তাঁর। বেশ কয়েকবার এহেন বিভ্রান্তি ঘটিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছেন কংগ্রেস সহ সভাপতি। আর এবার তিনি চলতে চলতে ভুল করে মহিলাদের শৌচালয়ে ঢুকে পড়লেন গুজরাতে প্রচারে গিয়ে।