এক্সপ্লোর
গুজরাতে ভুল করে মহিলা শৌচাগারে ঢুকে বেরিয়ে এলেন রাহুল গাঁধী!
1/5

২০১৩-য় কংগ্রেস সহ সভাপতি হওয়ার পর এক ভাষণে রাহুল কীভাবে তাঁর মা সনিয়া গাঁধী তাঁকে রাত একটায় ঘুম থেকে জাগিয়ে দেন, সে প্রসঙ্গে বলেন, আজ সকালে আমি রাতে জেগে উঠলাম।
2/5

গত বছর ফিরোজাবাদের এক কৃষক সমাবেশে রাহুলকে বলতে শোনা যায়, আপনারা সবাই এলাকায় আলুর কারখানা চাইছেন। কিন্তু আপনারা তো জানেন, আমি বিরোধী শিবিরের নেতা। সরকারের ওপর চাপ সৃষ্টি করতে পারি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই আমার। আলুর কারখানা খুলতে পারব না।
Published at : 12 Oct 2017 03:06 PM (IST)
View More






















