এক্সপ্লোর
কিছু হলে দায় কেন্দ্রের, মা-কে প্রবল শীত মোকাবিলার বন্দোবস্ত আছে, এমন কোথাও সরান, ট্যুইটে শ্রীনগরের ডেপুটি কমিশনারকে আবেদন মেহবুবার মেয়ের
ইলতিজা লিখেছেন, আপনি নিশ্চয়ই অবগত যে, আমার মা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৫ আগস্ট থেকে জেলবন্দি। মায়ের শরীরটা ভাল যাচ্ছিল না, তাই একজন ডাক্তার সম্প্রতি ওর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সেইসব পরীক্ষার রিপোর্ট বলছে, তাঁর ভিটামিন ডি, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের মাত্রা অনেকটা কম।
![কিছু হলে দায় কেন্দ্রের, মা-কে প্রবল শীত মোকাবিলার বন্দোবস্ত আছে, এমন কোথাও সরান, ট্যুইটে শ্রীনগরের ডেপুটি কমিশনারকে আবেদন মেহবুবার মেয়ের Shift My Mother To Place Equipped For Harsh Winter: Mehbooba Mufti's Daughter Writes To J&K Administration কিছু হলে দায় কেন্দ্রের, মা-কে প্রবল শীত মোকাবিলার বন্দোবস্ত আছে, এমন কোথাও সরান, ট্যুইটে শ্রীনগরের ডেপুটি কমিশনারকে আবেদন মেহবুবার মেয়ের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/05142603/sana-iltija.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: গত তিন মাস ধরে শ্রীনগরের এক গেস্ট হাউসে আটক রয়েছেন মেহবুবা মুফতি। ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর মেহবুবা, আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী, ফারুখ আবদুল্লা, ওমর আবদুল্লা সহ মূলস্রোতের একাধিক রাজনৈতিক নেতাকে আটকে রেখেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন। এবার পিডিপি নেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবার মেয়ে ইলতিজা মুফতি দাবি করলেন, প্রশাসন অতিথিশালা থেকে তাঁর মাকে এমন কোনও জায়গায় সরিয়ে নিক যেখানে কাশ্মীর উপত্যকার হিমশীতল ঠান্ডা মোকাবিলার পর্যাপ্ত ব্যবস্থা আছে।
— Mehbooba Mufti (@MehboobaMufti) November 5, 2019
মেহবুবার ট্যুইটার হ্যান্ডল ব্যবহার করে শ্রীনগরের ডেপুটি কমিশনারকে উদ্দেশ্য করে ইলতিজা লিখেছেন, তাঁর মায়ের কিছু হলে সেজন্য দায়ী থাকবে কেন্দ্র। হাতে লেখা চিঠির একটি ছবি পোস্ট করে ইলতিজা লিখেছেন, বারবার মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ জানিয়েছি। শ্রীনগরের ডিসি-কে এক মাস আগে চিঠি দিয়ে মাকে রুক্ষ শীতের মোকাবিলার বন্দোবস্ত আছে, এমন কোথাও সরানোর আবেদন করেছিলাম। ওর কিছু হলে সেজন্য ভারত সরকার দায়ী থাকবে।
ইলতিজা লিখেছেন, আপনি নিশ্চয়ই অবগত যে, আমার মা, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি ৫ আগস্ট থেকে জেলবন্দি। মায়ের শরীরটা ভাল যাচ্ছিল না, তাই একজন ডাক্তার সম্প্রতি ওর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করেছেন। সেইসব পরীক্ষার রিপোর্ট বলছে, তাঁর ভিটামিন ডি, হিমোগ্লোবিন, ক্যালসিয়ামের মাত্রা অনেকটা কম।
ইলতিজা মেহবুবাকে শীতের ঠান্ডার জন্য যুঝতে পারার মতো আরও ভাল কোনও জায়গায় সরানোর প্রস্তাব দিয়ে লিখেছেন, বর্তমানে উনি যেখানে আছেন, সেখানে কাশ্মীরের প্রবল ঠান্ডা সামলানোর বন্দোবস্ত নেই। এসব কথা বিবেচনা করে ওনাকে অন্য কোথাও বদলি করতে আবেদন করছি। আশা করছি, অবিলম্বে এই সমস্যা সমাধানে ব্রতী হবেন আপনি।
India News (India News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
বিজ্ঞান
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)