কলাইকুন্ডায় খুব শীঘ্রই দুই দেশের বায়ুসেনার মধ্যে যুদ্ধমহড়া শুরু হবে। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করবে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান। অন্যদিকে, সিঙ্গাপুরের তরফে থাকবে মার্কিন নির্মিত এফ-১৬।
2/6
ভারতীয় বায়ুসেনার এই হক বিমানের ছবি তুলেছেন সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী।
3/6
ভারতীয় বায়ুসেনা সূত্রে খবর, তেজস বিমান কেনার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। এছাড়া, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশও এই বিমানের বিষয়ে বিশেষ আগ্রহ দেখিয়েছে।
4/6
তেজস বিমানটির ভূয়সী প্রশংসা করেন এংহেন। বলেন, এটি দুর্দান্ত যুদ্ধবিমান। ভীষণই আকর্ষণীয়। প্রসঙ্গত, এংহেন হলেন প্রথম বিদেশি অসামরিক ব্যক্তি, যিনি এই বিমানে চড়লেন।
5/6
কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটি থেকে দেশে তৈরি হ্যাল তেজস যুদ্ধবিমানে চড়ে আকাশে উড়লেন সিঙ্গাপুরের প্রতিরক্ষামন্ত্রী নং এংহেন। বিমানের চালক ছিলেন বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল এপি সিংহ।
6/6
ওড়ার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে এংহেন বলেন, প্রায় ৪৫ মিনিটের জন্য আমি আমার জীবনটা এয়ার ভাইস মার্শাল এপি সিংহের হাতে সঁপে দিয়েছিলাম। আমরা, ভারতীয় বায়ুসেনার নতুন যুদ্ধবিমান তেজস- চড়ে ভূমি থেকে প্রায় ২০ হাজার ফুট ওপরে কলাইকুন্ডার আকাশে চক্কর কাটলাম। সিঙ্গাপুরের যে ফাইটার পাইলটরা ভারতের সঙ্গে প্রশিক্ষণ নেন, তাঁরা জানিয়েছেন, এপি সিংহ হলেন সেরা পাইলট। এমনকী, জি-টার্ন ও দুঃসাহসিক বাঁক নেওয়া সত্ত্বেও এই উড়ান এতটাই মসৃণ ছিল যে আমি তার মধ্যেই কয়েকটি সেলফিও তুলেছি।