LIVE UPDATE: যাদবপুরের উপাচার্যকে দেখতে হাসপাতালে রাজ্যপাল, অভিযুক্ত ছাত্রের হয়ে ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা মায়ের, কোনও ক্ষতি হবে না, আশ্বাস বাবুলের
LIVE
Background
কলকাতা: যাদবপুর কাণ্ড নিয়ে প্রাক্তন সিপিএম সাংসদ মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানি মামলা করবেন বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেলিম টুইট করে দাবি করেন, বাবুল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে অশালীন মন্তব্য করেন, এমনকী তাঁর ঘরেও যেতে বলেন। এরপরেই বাবুল জানিয়েছেন, মানহানির মামলা করবেন তিনি।
এবিভিপি, বিজেপি ও আরএসএসের দুষ্কৃতীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শিক্ষকদের মনে দাগ কাটতে ব্যর্থ হয়ে শান্ত পরিবেশকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অশান্ত করেছে। নাম না করে বাবুল সুপ্রিয়কে আক্রমণ করে দাবি করেন মহম্মদ সেলিম। তিনি বলেন, রাজ্যের দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শুধু মন্ত্রিত্বের তকমা এবং কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করে নিজেদের শক্তি প্রদর্শন করেন কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই করেন না। সেলিম আরও দাবি করেন, অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিজেকে আক্রান্ত বলে দাবি করে গণতান্ত্রিক আন্দোলনের গায়ে কালি ছেটানোর চেষ্টা করতেন, বাবুল সুপ্রিয়ও এক্ষেত্রে তাই করেছেন। তিনি টুইট করে বলেন, বাবুল যাদবপুরে গিয়ে ছাত্রীদের পোশাক নিয়ে কটাক্ষ করেন, জানতে চান, তাঁরা বিশ্ববিদ্যালয়ে আসেন কেন। এমনকী এক ছাত্রীকে তাঁর ঘরেও ডাকেন, তাহলে দেখিয়ে দেবেন, তিনি আসলে কে।
The Union Minister #BabulSupriyo asks girls why they’re wearing 'skimpy' clothes & what they come to university for. He went on to tell a girl to join him in his room and he will show her who he really was!
— Md Salim (@salimdotcomrade) September 20, 2019
How come all such people are found only in BJP? https://t.co/5tIk0sJDP3 pic.twitter.com/7WrdTPI8J8
এর পাল্টা টুইট করে বাবুল সুপ্রিয় লেখেন, পরাজিত সেলিম, যাঁকে তাঁর সংসদীয় এলাকার লোকেরা ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন। হয় তাঁকে তাঁর অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে নয়তো খেসারত দিতে হবে। পরাজিত কোনও মানুষের কাছে তাঁর আত্মপক্ষ সমর্থনের প্রয়োজন নেই। তাঁর আইনজীবীরা বিষয়টি দেখে নেবেন।
I will file a defamation case against this loser Salim who people threw out from the constituency.. He has to prove his charge or pay the price. I need not defend myself against filthy losers like him.. it’s nauseating & below my dignity.. my lawyers will deal with him https://t.co/zEdm2b2JtC
— Babul Supriyo (@SuPriyoBabul) September 20, 2019
আশা করি এরকম ঘটনা আর কোনওদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটবে না, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বললেন উপাচার্য সুরঞ্জন দাস
যাদবপুরকাণ্ডে সুব্রত মুখোপাধ্যায় তাঁর ব্যক্তিগত মত প্রকাশ করেছেন, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের
যাদবপুরকাণ্ডে ক্ষমা প্রার্থনা করে অভিযুক্ত পড়ুয়ার মায়ের আবেদন, টুইটারে আশ্বাস বাবুল সুপ্রিয়র
যাদবপুরের উপাচার্যের স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে গেলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়