এক্সপ্লোর
যুদ্ধ-পরিস্থিতির মহড়া বায়ুসেনার, কলকাতা বিমানবন্দর থেকে উড়ল সুখোই-৩০
1/8

ভারতীয় বায়ুসেনার মিরাজ-২০০০ ও সুখোই-৩০ এমকেআই অতীতে উত্তরপ্রদেশের হাইওয়েতে অবতরণ করেছিল। ২০১৫ সালে দিল্লির কাছে যমুনা এক্সপ্রেসওয়েতে অবতরণ করেছিল মিরাজ-২০০০। ২০১৬ সালে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে অবতরণ করেছিল সুখোই-৩০ এমকেআই বিমান।
2/8

প্রসঙ্গত, অতীতেও নিজস্ব বায়ুঘাঁটির বাইরে অপ্রচলিত জায়গায় যুদ্ধবিমানের অবতরণ ও উড়ানের মহড়া চালিয়েছে ভারতীয় বায়ুসেনা। দেশের প্রায় ডজনখানেক হাইওয়েকে এই কাজে ব্যবহার করা হয়েছে। এর জন্য ওই হাইওয়েগুলিকে বিশেষভাবে নির্মাণ করাও হয়। যাতে সেগুলির ওপর যুদ্ধবিমান অবতরণ করতে পারে।
Published at : 17 Oct 2019 02:24 PM (IST)
View More






















