এক্সপ্লোর
কলকাতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন সামরিক, উপকূলরক্ষী বাহিনী ও এনসিসি-র

1/13

হোভারক্র্যাফটে করে রাজ্যের উপকূলবর্তী ফ্রেজারগঞ্জে গিয়ে যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে মানুষকে ওয়াকিবহাল করে উপকূলরক্ষী বাহিনী। সেখানে বিশেষ শিবিরের আয়োজন করা হয়।
2/13

কলকাতা ময়দান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশ নেন প্রায় ১০০ সামরিক কর্মী ও ১৯ হাজার এনসিসি ক্যাডেট।
3/13

বহু বিশেষজ্ঞের তত্ত্বাবধানে সকলেই বিভিন্ন যোগব্যায়াম অনুশীলন করেন।
4/13

তাঁদের সঙ্গে যুক্ত হন পশ্চিমবঙ্গ ও সিকিমের প্রায় ৮০ অফিসার, ৩৫০ সামরিক কর্মী, ২৫০ নাগরিক স্টাফ।
5/13

ব্যারাকপুরের এয়ার ফোর্স স্কুলে প্রায় ৪০০ এয়ার ওয়ারিয়র যোগব্যায়াম অনুষ্ঠানে অংশ নেন।
6/13

তারপর, বসে, শুয়ে বিভিন্ন ধরনের যোগব্যায়াম, প্রাণায়ম, শ্বাস নেওয়ার ব্যায়াম এবং ধ্যান করা হয়।
7/13

কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের প্রচারিত নিয়মকে অনুসরণ করেই এদিন প্রার্থনার মাধ্যমে সূচনা হয়।
8/13

আইএনএস নেতাজি সুভাষ-এ এদিন যোগব্যায়াম অনুশীলনের পাশাপাশি একটি কর্মশালার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন পরিচিত যোগব্যায়ামের প্রশিক্ষকরা।
9/13

এদিন যোগ দিবস পালন করে প্রায় ৬৯ হাজার এনসিসি ক্যাডেট।
10/13

পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন জায়গায় এদিন সুস্থ জীবনযাপনের সচেতনতা প্রচার করেন।
11/13

বহু জওয়ান, তাঁদের পরিবার সহ স্থানীয় নাগরিকরাও এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
12/13

এদিন সামরিক বাহিনীর পূর্বাঞ্চলীয় সদর দফতর এদিনটিকে ‘যোগ ফর পিস অ্যান্ড হার্মনি’ (অর্থাৎ শান্তি ও সম্প্রীতির যোগব্যায়াম) হিসেবে পালন করে।
13/13

রাজ্যজুড়ে প্রবল উৎসাহের সঙ্গে চতুর্থ আন্তর্জাতিক যোগ দিবস পালন করল সামরিক বাহিনীর তিন বিভাগ-- স্থল, নৌ ও বায়ুসেনা। একইসঙ্গে যোগ দিবস পালন করল এনসিসি ও উপকূলরক্ষী বাহিনীর।
Published at : 21 Jun 2018 06:48 PM (IST)
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
