AC Servicing Tips: এসি সার্ভিসিংয়ের সময় এই দিকগুলি খেয়াল রাখছেন ? নয়তো টাকা খরচ করাই সার হতে পারে
AC Servicing Best 5 Tips: এসি সার্ভিসিংয়ের সময় কিছু বিশেষ দিকে খেয়াল রাখা জরুরি। নয়তো টাকা খরচ করাই সার হতে পারে শেষ পর্যন্ত।
AC Servicing Best 5 Tips: এসি ব্যবহার করার পাশাপাশি সার্ভিসিং করানোও জরুরি। নয়তো এসির মধ্যে ধুলোবালি জমে তা থেকে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়। এসির মধ্যে এয়ার ফিল্টার থাকলেও তা একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত কাজ করতে সক্ষম। তাই নিয়ম করে একটি নির্দিষ্ট সময় অন্তর এসি সার্ভিসিং করানো দরকার। এই সার্ভিসিংয়ের সময় কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখুন। তা না হলে সার্ভিসিংয়ের জন্য খরচ করা পুরো টাকাটাই জলে যেতে পারে।
সার্ভিসিংয়ের সময় কোন কোন বিষয়ে খেয়াল রাখবেন ?
১. ফিল্টার ঠিকমতো সাফ করা - এসির ফিল্টার নষ্ট হয়ে গেলে বদল করতে হতে পারে। নতুবা এর ধুলোবালি ভাল করে সাফ করে নিতে হবে। যাতে কোনওরকম ময়লা জমে না থাকে।
২. কম্প্রেসর বা কনডেনসর সার্ভিসিং - সার্ভিসিংয়ের সময় কম্প্রেসর বা কনডেনসর নিশ্চিতভাবে দেখিয়ে নিতে হবে। কারণ এই জিনিসটিই ঘর কতটা ঠাণ্ডা হবে তা নিয়ন্ত্রণ করে। তাই এটি সঠিক স্থানে রাখা হল কি না, ঠিকভাবে কাজ করছে কি না তা দেখিয়ে নিন।
৩. কনডেনসেট ড্রেন - কনডেনসর বা কম্প্রেসরের পাশাপাশি কনডেনসেট ড্রেন ঠিকমতো কাজ করছে কি না তাও সার্ভিসিং করিয়ে নিন। নয়ত এসির মধ্যে জল জমতে পারে।
৪. এসি লিক রয়েছে কিনা দেখে নিন - এসির মধ্যে লিক থাকলে ৩০ শতাংশ হাওয়া সেখান দিয়েই বেরিয়ে যেতে পারে। তাই সার্ভিসিংয়ের সময় এসির মধ্যে লিক আছে কি না দেখে নিতে হবে। উইন্ডো এসির ক্ষেত্রে এই সমস্যা বেশি হওয়ার আশঙ্কা থাকে।
যা যা করলে দীর্ঘদিন ভাল থাকবে এসি
- এসির আউটডোর ইউনিট এমন জায়গায় রাখুন যাতে খুব বেশি সূর্যালোক সেখানে না পৌঁছায়। দরকার হলে এসির আউটডোর ইউনিটের উপর দিয়ে একটি শেড দিয়ে দিন। এতে গরম হবে না ইউনিটটি।
- রাতের দিকে এসি টাইমার দিয়ে চালানো সবচেয়ে ভাল ও সাশ্রয়ী। এতে বেশি বিল ওঠে না। এমনকি দীর্ঘক্ষণ চলার কারণে এসির মেশিন নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে। এসির সঙ্গে এই সময় ফ্যান চালিয়ে নিন। এতে হাওয়া সবদিকে সমানভাবে পৌঁছাবে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন - Jackfruit Seed Risks: কাঁঠালের বীজ ফেলে না দিয়ে মুখরোচক পদ ? এই ক্ষতিকর দিকগুলি জেনে রাখা ভাল
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )