Mosquito Coils: সিগারেটের থেকেও ক্ষতিকর মশা তাড়ানোর ধূপ, ঘরে কয়েল জ্বালাতে সাবধান
Mosquito Coils Side Effects: আপনি হয়তো জীবনে কোনওদিন সিগারেট ছুঁয়েও দেখেননি, তাহলেও লাভ নেই। ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালালে তার প্রভাব স্বাস্থ্যে এমনভাবেই পড়বে যে ক্ষতি করবে সিগারেটের থেকেও অনেক বেশি।
Mosquito Coils: শীতের দিনে মশার উপদ্রব বেশ বেড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে অনেকেই বাড়িতে নিয়মিত মশা তাড়ানোর কয়েল বা ধূপ জ্বালিয়ে রাখেন। শীতের মরশুমের বায়ুদূষণ আর সেই পরিবেশে ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালানো ঠিক কতটা ক্ষতিকর তার আন্দাজ হয়তো আপনার নেই। একাধিক গবেষণা এবং সমীক্ষায় উঠে এসেছে বিস্ফোরক তথ্য। মশা তাড়ানোর ধূপ থেকে যে ধোঁয়া নির্গত হয় তা আক্ষরিক অর্থেই বাতাসে বিষ প্রদান করেন। আর এই বিষ বাতাসে শ্বাস-প্রশ্বাস নেওয়া অসংখ্য সিগারেট খাওয়ার সমান। আপনি যদি নন-স্মোকার হন, জীবনে কোনওদিন সিগারেট ছুঁয়েও দেখেননি, তাহলেও লাভ নেই। ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালালে তার প্রভাব স্বাস্থ্যে এমনভাবেই পড়বে যে ক্ষতি করবে সিগারেটের থেকেও অনেক বেশি।
ঘরে মশা তাড়ানোর ধূপ জ্বালিয়ে রাখলে আপনার শরীরে যে সমস্ত সমস্যা দেখা দেবে সেগুলি হল
- শ্বাস-প্রশ্বাস নিতে সমস্যা হবে। দমবন্ধ পরিবেশ অনুভূত হবে।
- নাক-গলা জ্বালা করবে, ঢোঁক গিলতে কষ্ট হতে পারে।
- আচমকা কাশি শুরু হতে পারে। কাশির প্রভাব এতই বেশি থাকবে মনে হবে যেন দম আটকে যাচ্ছে।
- অ্যালার্জির প্রবণতা থাকলে মশা তাড়ানোর ধূপের ধোঁয়ায় হাঁচিও হতে পারে কাশির সঙ্গে।
- এর পাশাপাশি আপনার চোখ এবং নাক লাল হয়ে যাওয়ার সমস্যা দেখা দেবে। প্রবল ভাবে চোখ জ্বালা করতে পারে আপনার।
- মশা তাড়ানোর ধূপে এমন উপকরণ থাকে যা আগুনে পুড়লে বাতাসে বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড এবং কার্বন মনোক্সাইড ছড়িয়ে দেয়। এই দুই ধরনের গ্যাসই আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত খারাপ। প্রবলভাবে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে।
- অ্যাজমার সমস্যা থাকলে মশা তাড়ানোর ধূপ থেকে শতহস্ত দূরে থাকুন। নাহলে শ্বাস নেওয়ার কষ্ট অনেক গুণ বেড়ে যেতে বাধ্য।
- মশা তাড়ানোর ধূপ ঘরে একবার জ্বালিয়ে হয়তো নিভিয়েও দিয়েছেন। কিন্তু ঘরের ভিতরের পরিবেশ এমন ভাবেই তৈরি হবে যে রাতে ঘুমের সমস্যা হতে পারে আপনার।
- মশা তাড়ানোর ধূপের ধোঁয়ায় গা-গোলানো, মাথায় ঝিম ধরা ভাব, এইসব লক্ষণও দেখা দিতে পারে। বলা ভাল, সার্বিক ভাবেই অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে।
- মশা তাড়ানোর ধূপ জ্বালালে তার ধোঁয়ার সরাসরি পড়বে আপনার হৃদযন্ত্র এবং ফুসফুসে। শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )