![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Akshaya Tritiya 2022 : আজ অক্ষয় তৃতীয়া, কোন রাশির জাতকদের জন্য শুভ ? কখন কিনবেন সোনা ?
Zodiac Signs : বিশ্বাস করা হয় যে অক্ষয় তিজের দিন, দেবী লক্ষ্মী তাঁর সমস্ত ভক্তের প্রতি সদয় হন।
![Akshaya Tritiya 2022 : আজ অক্ষয় তৃতীয়া, কোন রাশির জাতকদের জন্য শুভ ? কখন কিনবেন সোনা ? Akshaya Tritiya 2022 Shopping Time : Get to know Which Zodiac Signs Must Buy Gold And When Akshaya Tritiya 2022 : আজ অক্ষয় তৃতীয়া, কোন রাশির জাতকদের জন্য শুভ ? কখন কিনবেন সোনা ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/02/e37148e749eb0b6b89c66eabdf7eef62_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : আজ অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya)। 'অক্ষয়' অর্থাৎ যার কোনও ক্ষয় নেই। যার অর্থ, এই দিনে করা ভাল কাজ বা শুভ কাজ যেমন- যজ্ঞ, জপ, দান এবং পুণ্যের উপকারিতা কখনই হ্রাস পাবে না। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, এবার অক্ষয় তৃতীয়া উপবাস (Fast) ৩ মে। বিশ্বাস করা হয় যে অক্ষয় তিজের দিন, দেবী লক্ষ্মী তাঁর সমস্ত ভক্তের প্রতি সদয় হন।
হিন্দুদের পাশাপাশি জৈন ধর্মাবলম্বীদের কাছেও অক্ষয় তৃতীয়া বিশেষ এক তাৎপর্যপূর্ণ তিথি। এই শুভ দিন ঘিরে অনেক কিংবদন্তি আছে। যেমন- এই শুভদিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস ও গণেশ এই দিনে মহাভারত রচনা শুরু করেছিলেন। যেমন- এই বিশেষ দিনেই সত্যযুগ শেষ হয়ে ত্রেতাযুগের শুরু হয়েছিল। এদিনই রাজা ভগীরথ গঙ্গাকে মর্ত্যে নিয়ে এসেছিলেন। যেমন- এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল্য ঐশ্বর্য দান করেছিলেন। কুবেরের এই দিনেই লক্ষ্মীলাভ হয়েছিল বলে বৈভব-লক্ষ্মীর পুজো করা হয়।
আরও পড়ুন ; আজ অক্ষয় তৃতীয়া, অর্থভাগ্য শুভ-ইচ্ছেপূরণ হতে চলেছে এই চার রাশির
কিংবদন্তি অনুসারে, অক্ষয় তৃতীয়া সেই দিনটিকেও স্মরণ করায় যেদিন পাণ্ডবরা নির্বাসনে থাকাকালীন ভগবান কৃষ্ণের কাছ থেকে একটি অক্ষয় পাত্র পেয়েছিলেন। এটি তাঁদের জন্য খাদ্য সরবরাহ নিশ্চিত করেছিল।
লোকেরা এই দিনটি উদযাপন করে এই আশায় যে তাঁদের সম্পদও বছরে বহুগুণ বৃদ্ধি পাবে। এই দিনে বিশেষ পুজো করা হয়। এই সময়ে- গণেশ, লক্ষ্মী এবং বিষ্ণুকে হলুদ বস্ত্র এবং ফুল নিবেদন করা হয়। চাল, দুধ এবং ছানার ডাল দিয়ে তৈরি একটি বিশেষ প্রসাদও দেওয়া হয়।
পঞ্চাং অনুসারে, লোকেরা এই দিনে সোনা কেনে এবং এই মুহূর্তটি হচ্ছে- ৩ মে সকাল ৫টা ১৮ থেকে ৪ মে ৫টা ৩৮ পর্যন্ত। জ্যোতিষীরা জানিয়েছেন, এ বছর ধনু, কর্কট, বৃষ ও মকর রাশির জাতকরা উপকৃত হবেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)