এক্সপ্লোর
Advertisement
করোনা থেকে বাঁচতে রোগ প্রতিরোধ করার দাওয়াই আয়ূষ মন্ত্রকের
তবে মন্ত্রকের তরফে সরাসরি জানানো হয়েছে, এগুলি প্রতিটিই সতর্কতার জন্য, রোগের প্রতিকার কিন্তু নয়!
নয়াদিল্লি: সারা দেশে ক্রমেই কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি। কিছুতেই আটকানো যাচ্ছে না, এই মারণ ভাইরাসের সংক্রমণ। কীভাবে সংক্রমণের হাত থেকে বাঁচবেন, তাই নিয়ে নানারকম মতামত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এবার তেমনই কিছু পরামর্শ দিল কেন্দ্রীয় আয়ূষ মন্ত্রক।
তবে মন্ত্রকের তরফে সরাসরি জানানো হয়েছে, এগুলি প্রতিটিই সতর্কতার জন্য, রোগের প্রতিকার কিন্তু নয়!
মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে রোজ সকালে ১ চামচ চবনপ্রাস, তুলসি, দারচিনি, শুকনো আদা ও আঙুর দিয়ে মিশ্রণ তৈরি করে দিনে দুই বার খেয়ে নিন। দরকার পড়লে এসে লেবুর রস মিশিয়ে খেতে পারেন।
আরও একটি দাওয়াই দিয়েছে আয়ূষ মন্ত্রক। রোজ ১-২বার মুখে ১ চামচ তিল তেল বা নারকেল তেল রেখে কুলকুচি করুন। তারপর ফেলে দিন। এরপর গরম জলে মুখ ধুয়ে নিন।
শুকনো কাশি বা গলা খুসখুসের মতো সমস্যা মেটাতে আয়ূষ মন্ত্রকের পরামর্শ পুদিনা বা সেলারি পাতা দিয়ে দিয়ে একবার ভাপ নিন। সেই সঙ্গে গলা জ্বালার সমস্যায় লবঙ্গর গুঁড়ো, মধুর সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে।
আয়ূষ মন্ত্রকের এই বিবৃতিতে বলা হয়েছে নিজের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোই করোনাকে দূরে রাখার শ্রেষ্ঠ উপায়।
এই পরামর্শগুলি দিয়েছেন ভারতবিখ্যাত আযুর্বেদ চিকিসকরা।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement