Body Odor: গায়ের দুর্গন্ধ স্নান করলেও যায় না ? কোন রোগের লক্ষণ ?
Body Odor Sign Of Internal Disease: গায়ের দুর্গন্ধ অনেকের স্নান করলেও যায় না। আলাদা পারফিউম ব্যবহার করতে হয়। এটি বড় রোগের লক্ষণ হতে পারে।
কলকাতা: গায়ে দুর্গন্ধ থাকলে অনেকেই অস্বস্তি বোধ করেন। পাশের বসে থাকা কারও গায়ের থেকে গন্ধ পেলেও অস্বস্তি হয়। অনেকেই মনে করেন, এই দুর্গন্ধ অপরিষ্কার থাকার ফল। ঠিকমতো স্নান করলেই দুর্গন্ধ চলে যায়। কিন্তু সবসময় আদতে তা হয় না। কারণ কিছু ক্ষেত্রে দুর্গন্ধ শরীরের ভিতরকার কিছু রোগের কারণেও হতে পারে। আর সেই রোগ না সারলে দুর্গন্ধও স্বাভাবিকভাবে দূর হয় না। প্রথমে জেনে নেওয়া যাক দুর্গন্ধ কেন হয়।
দুর্গন্ধ কেন হয় (Body Odor Reason) ?
সাধারণ ঘামের কোনও গন্ধ হয় না। ফলে দুর্গন্ধ হওয়ার কোনও প্রশ্ন নেই। কিন্তু এই ঘাম ব্যাকটেরিয়ার সংস্পর্শে আসামাত্রই দুর্গন্ধ তৈরি হতে শুরু করে। গায়ের দুর্গন্ধের নানারকম ধরন হয়ে থাকে। বিশেষজ্ঞদের কথায়, এই গন্ধগুলি আদতে কিছু সময় রোগের হদিশও দেয়। আসলে ঘামের সঙ্গে গায়ের দুর্গন্ধের কোনও সম্পর্ক নেই। অনেক সময় দেখা যায়, তেমন ঘাম না হলেও একজনের গায়ে বেশ দুর্গন্ধ হচ্ছে। এর পিছনেও ব্যাকটেরিয়া ও রোগের বড় ভূমিকা রয়েছে।
বয়ঃসন্ধি থেকে শুরু (Body Odor Starting Age)
ছোটদের গায়ে সেভাবে দুর্গন্ধ হয় না। এর বড় কারণ বয়ঃসন্ধি। বয়ঃসন্ধিতে না পৌঁছানো পর্যন্ত গায়ে দুর্গন্ধ হয় না সেভাবে। কিন্তু বয়ঃসন্ধি শুরু হয়ে গেলে দুর্গন্ধের সমস্যা দেখা দিতে থাকে। এছাড়াও, পুরুষ ও নারীর মধ্যেও এই ব্যাপারে বিভেদ রয়েছে। পুরুষদের গায়ে বেশি দুর্গন্ধ হয়ে থাকে। এর কারণ অপরিষ্কার থাকা নয়। পুরুষদের শরীরে অ্যাপোক্রিন গ্ল্য়ান্ডের সংখ্যা বেশি। তাই দুর্গন্ধ হওয়ার সম্ভাবনাও বেশি।
ডায়াবেটিসের কারণে গায়ে দুর্গন্ধ (Body Odor Reason Diabetes)
ডায়াবেটিসের কারণেও গায়ে দুর্গন্ধ হতে পারে। বিশেষজ্ঞদের কথায়, ডায়াবেটিসের কারণে অনেকের কিটোঅ্যাসিডোসিস রোগটি হয়ে থাকে। এই রোগে রক্তে কিটোনের পরিমাণ বেড়ে যায়। কিটোন রক্তকে অ্যাসিডিক বা আম্লিক করে ফেলে। যার জেরে গায়ের গন্ধ কিছুটা ফলের মতো হয়।
অন্যান্য শারীরিক সমস্যাও কারণ
শুধু ডায়াবেটিস নয়, লিভার ও কিডনির সমস্যাতেও গায়ে দুর্গন্ধ হতে পারে। লিভারের সমস্যা থাকলে গায়ে দুর্গন্ধ বেশ তীব্র ও বিরক্তি উৎপাদক হয়ে থাকে। কিডনির ক্ষেত্রেও একই সমস্য়া হতে পারে। এর পাশাপাশি থাইরয়েডের সমস্যা থাকলেও এই দুর্গন্ধ হতে পারে।
আরও পড়ুন - Influenza In Children: অক্টোবরে জন্ম ? এই রোগের আশঙ্কা নাকি অনেকটাই কম !
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )