Summer Tips: বিদ্যুৎ বিলে নাজেহাল? খরচ কমবে এভাবেই
Energy Efficiency: লাফিয়ে বাড়ছে বিদ্যুতের দাম। গরম থেকে বাঁচতে এমন কিছু প্রয়োজন যা গরম থেকে বাঁচাবে, বিল কমাবে বিদ্যুতেরও।
কলকাতা: প্রবল গরম। গ্রীষ্মকালে (Summer) ভারতের অধিকাংশ জায়গায় মাত্রা ছাড়ায় পারদ। গরম থেকে বাঁচতে ভরসা এসি (AC)। কিন্তু লাফিয়ে বাড়ছে বিদ্যুতের দাম। সম্প্রতি কয়লা সঙ্কটের জেরে দেশের অনেক জায়গায় বিদ্যুতের ঘাটতিও দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে এমন কিছু প্রয়োজন যা গরম থেকে বাঁচাবে, বিল কমাবে বিদ্যুতেরও (Electricity Bill)।
ভরসা কুলারে:
তাপমাত্রা অতিরিক্ত বেড়ে গেলে, অথবা শুকনো গরমে ভরসা হয় এয়ার কুলার (Air Cooler)। এসির তুলনায় অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয় করে এয়ার কুলার। দামের দিক থেকেও অনেকটাই কম। বিদ্যুৎ বিলে সাশ্রয়ের সঙ্গে গরম থেকে বাঁচতে ব্যবহার করা যায় এটি।
ভেজা পর্দা:
শুষ্ক গরমে ম্যাজিকের মতো কাজ করবে এই ব্যবস্থা। ঘরের পর্দা ভিজিয়ে রাখলে বাইরের গরম হাওয়া ঘরে ঢোকার সময় ওই পর্দা দিয়ে যাওয়ার সময় উত্তাপ অনেকটাই শুষে নেবে এই পর্দা। তবে এর জন্য বিশেষ ধরনের পর্দা ব্যবহার করতে হবে। প্রাচীন মিশরে গরম থেকে বাঁচতে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতো।
ফ্যানের হাওয়ায় আরাম:
গরমে ফ্যানের হাওয়া আরামদায়ক। এটাকেই আরও একটু আরামদায়ক করবে বিশেষ একট ব্যবস্থা। যার নাম misting fan. ফ্যানের সঙ্গে এমন একটি যন্ত্র জুড়ে দেওয়া যায়, যাতে ফ্যানের হাওয়ার সঙ্গে জল স্প্রে করা যায়। তাতে আশপাশের এলাকা ভিজে যায় না, কিন্তু জলের কণা ওই এলাকার উত্তাপ শুষে নেয়। খোলা জায়গায় তাপমাত্রা নাগালে রাখতে সাহায্য করবে এই টেকনিক।
একটু এসি, একটু ফ্যান:
টানা এসি চললে অনেকেই সহ্য করতে পারেন না। সেক্ষেত্রে ফ্যান (Fan) ও এসি মিলিয়ে মিশিয়ে চালাতে পারেন। কিছুক্ষণ এসি চালিয়ে ঘর ঠান্ডা করে নেওয়া যায়। তারপর ফ্যান চালিয়ে দেওয়া যায়। অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঘর। বাঁচবে বিদ্যুৎ বিলও।
আলোতেও নজর:
গরমে এমনিতেই বিদ্যুৎ বিল বেশি ওঠে। কারণ টানা ফ্যান চলে, এসিও চলে। এই সময়ে বিদ্যুৎ খরচ কমাতে ভরসা আধুনিক প্রযুক্তির লাইট ও বাল্ব। এলইডি (LED) ল্যাম্প তুলনায় অনেক কম বিদ্যুৎ খরচ করে। বিল কমাতে ভরসা হতে পারে সেগুলিও।
আরও পড়ুন: স্নান করার পর ভেজা চুলে এই কাজগুলো করছেন? জানেন কী হতে পারে?