এক্সপ্লোর
Advertisement
Chanakya Niti: সাফল্য চান? তবে ফেলে না রেখে দিনের কাজ দিনেই সারুন, পরামর্শ চাণক্যের
জীবনে সফল হতে হলে, ধনবান হতে হলে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা একান্ত দরকার বলে মনে করতেন চাণক্য। তাঁর মতে ধনবান হতে পেরেছেন, বিরাট সাফল্য লাভ করতে পেরেছেন এমন ব্যক্তিদের জীবনের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে যে তাঁরা কোনও সময়েই আলস্যে কাটিয়ে সময় নষ্ট করেননি। তাঁরা সকলেই নির্দিষ্ট অনুশাসনের মধ্যে জীবন কাটিয়েছেন,সময়ের কাজ সময়ে করেছেন, তাই সাফল্যের মুখ দেখতে পেয়েছেন। অলসভাবে জীবনের সময় যারা নষ্ট করে তাদের দ্বারা বড় কিছু করতে পারা সম্ভব হয় না।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ: জীবনে সফল হওয়ার জন্য, ধন অর্জনের জন্য নানা উপায়, পরামর্শ দিয়েছিলেন মহাপন্ডিত চাণক্য। তাঁর উপদেশের অনেক কিছুই প্রেক্ষিত পাল্টে দেখলে বুঝতে পারা যায় তিনি কতখানি সমসাময়িক ছিলেন। ধন অর্জন, সাফল্যের জন্য তাঁর দেওয়া পরামর্শগুলির দিকে একবার চোখ বুলিয়ে নিতে পারেন।
কঠোর অনুশাসন
জীবনে সফল হতে হলে, ধনবান হতে হলে কঠোর অনুশাসনের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করা একান্ত দরকার বলে মনে করতেন চাণক্য। তাঁর মতে ধনবান হতে পেরেছেন, বিরাট সাফল্য লাভ করতে পেরেছেন এমন ব্যক্তিদের জীবনের দিকে তাকালে দেখতে পাওয়া যাবে যে তাঁরা কোনও সময়েই আলস্যে কাটিয়ে সময় নষ্ট করেননি। তাঁরা সকলেই নির্দিষ্ট অনুশাসনের মধ্যে জীবন কাটিয়েছেন,সময়ের কাজ সময়ে করেছেন, তাই সাফল্যের মুখ দেখতে পেয়েছেন। অলসভাবে জীবনের সময় যারা নষ্ট করে তাদের দ্বারা বড় কিছু করতে পারা সম্ভব হয় না।
স্বচ্ছতা প্রয়োজন
দৃষ্টিভঙ্গি, ভাবনার স্বচ্ছ্বতা, পরিচ্ছন্নতা ইত্যাদির উপর খুব গুরুত্ব অর্পণ করেছেন মহামতি চাণক্য। তিনি মনে করতেন, কোনও মানুষের সাফল্যের জন্য হৃদয়, মস্তিকে উপস্থাপনায় স্বচ্ছতা থাকা ভীষণ জরুরি। স্বচ্ছতা না থাকলে মানুষের সামনে নিজেকে গ্রহণযোগ্য করে তোলা যায় না বলে মনে করতেন চাণক্য। যে মানুষের স্বচ্ছতা নেই, তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব থাকে। স্বচ্ছ্বতা আছে যে মানুষেরক মধ্যে তাঁকে মানুষ বিশ্বাস করতে চান, তাঁর কথা শুনতে চান। আর সেখান থেকেই জনপ্রিয়তা গড়ে ওঠে। আর কোনও বড় আঙিনায় সফল হতে চাইলে মানুষের মন জয় করা অত্যন্ত জরুরি। এটা সাফল্যের গুরুত্বপূর্ণ শর্ত।
সময়ের গুরুত্ব
চাণক্য মনে করতেন মানুষকে জীবনে সফল হতে হলে সময়ের মূল্য বুঝতেই হবে। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। সময়ের মূল্য যিনি বোঝেন না তাঁর ছোট ছোট সাফল্য পেতেই অনেকখানি করে সময় চলে যায়। যে কাজ আজকের, তা আজই শেষ করতে হবে। আগামীকালের জন্য ফেলে রাখলে চলবে না মোটেই। কেননা আজ যে পরিস্থিতি অনুকূল আছে, তা আগামীকাল নাও থাকতে পারে।
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement