Viral Video : ফোন চার্জে লাগানো অবস্থাতেই গেমিংয়ে মজে খুদে! ভয়ানক বিস্ফোরণে কী পরিণতি শিশুর?
ভাইরাল ভিডিও: এক শিশু চার্জিংরত ফোনে গেম খেলছিল, হঠাৎ বিস্ফোরণ। ভিডিওটি ভাইরাল হয়েছে।

ইদানিং ছোট- ছোট ছেলেমেয়েরাও বহুক্ষণ মোবাইলের সঙ্গে সময় কাটায়। কখনও ইন্টারনেট সার্ফিং করে, কখনও ইউটিউব ভিডিও দেখে , কখনও আবার ভিডিও গেম খেলে। আর এই নেশা এমন একটা জায়গায় পৌঁছেছে যে, তা অভিভাবকদের চিন্তার কারণ হয়ে উঠেছে। নানারকম মানসিক সমস্যার শিকারও হচ্ছে শিশুরা। পড়াশোনায় মন দিতে সমস্যা হচ্ছে। এ সব নিয়ম চর্চার মাঝেই একটি ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি শিশু মোবাইলটি চার্জে বসিয়েই মোবাইল গেম খেলছে। তারপর হঠাৎই দেখা যায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ভিডিওতে স্পষ্ট দেখা যায়, যে ফোনটি ফেটে যেতেই শিশুটি ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর থেকেই মারাত্মক কিছু ঘটে যেতে পারত। তবে এবার রক্ষা পেয়ে গিয়েছে শিশুটি।
গেম খেলার সময় বিস্ফোরণ
এই ঘটনাটি এখনকার অভিভাবকদের কাছে একটি সতর্কবার্তা। কারণ চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা মারাত্মক বিপজ্জনক হতে পারে। শিশুটি তার ঘরে মোবাইল ফোন চার্জে বসিয়ে গেম খেলছিল। তখনই হঠাৎ ফোন থেকে ধোঁয়া বের হতে শুরু করে এবং শব্দ হতে থাকে। শিশুটি সঙ্গে সঙ্গে ফোনটি ছুঁড়ে ফেলে ঘর থেকে দৌড়ে পালায়। সৌভাগ্যবশত, শিশুটির কোনও আঘাত লাগেনি, তবে এই ঘটনাটি দেখা যায় , চার্জে থাকা অবস্থায় ফোন ব্যবহার করা , কতটা বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
সতর্কতা 🔥🚨
— Er.Kamlesh Yadav (@Kamleshmani20) October 5, 2025
দেখুন চার্জে বসিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা বিপজ্জনক হতে পারে!
অতএব, সাবধান থাকুন এবং সুরক্ষিত থাকুন 👇👇 pic.twitter.com/W3l74FZvdP
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
এই ভিডিওটি দেখে অনেকেই বেশ তাজ্জব , সেইসঙ্গে চিন্তিতও বটে। কারণ, শুধু ছোটরা নয়, বড়রাও অনেকেই সোশ্যাল মিডিয়ায় মোবাইল ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করেন। তা নিঃসন্দেহে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন, চার্জ করার সময় ফোন ব্যবহার করা মারাত্মক ক্ষতি করতে পারে। কারণ দীর্ঘ সময় ধরে চার্জে থাকা মোবাইলেন ব্যাটারি ফোটে যেতে পারে।চার্জে রাখা মোবাইল ব্যবহার করা শুধু শিশুদের জন্য নয়, যে কোনও বয়সের ব্যক্তির জন্য বিপজ্জনক হতে পারে। শিশুরা প্রায়শই চার্জ দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করে । তারা এর থেকে সম্ভাবন্য বিপদ সম্পর্কে অবগত নয়। কিন্তু বড়রাও যদি এমন আচরণ করেন, তবে তো মুশকিল।






















