Hair Care Tips: লম্বা ও মজবুত চুল চান? হাতের কাছে রান্নাঘরেই রয়েছে উপাদান
চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য দামী শ্যাম্পু থেকে কন্ডিশনার ব্যবহার করে থাকেন বহু মানুষ। সবসময় দামী শ্যাম্পু কিংবা দামী প্রসাধনী চুলের স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
![Hair Care Tips: লম্বা ও মজবুত চুল চান? হাতের কাছে রান্নাঘরেই রয়েছে উপাদান Count on these three simple kitchen ingredients for longer, stronger hair Hair Care Tips: লম্বা ও মজবুত চুল চান? হাতের কাছে রান্নাঘরেই রয়েছে উপাদান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/23/6b357e9488a2fc381d2f143c2b5cc6c8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : লম্বা, মজবুত চুল (Hair Care) তো আমরা সকলেই চাই। কিন্তু ধুলো, ধোঁয়া, দূষণ, শারীরিক নানা সমস্যা এবং আরও নানা কারণে চাওয়া মতো মজবুত এবং লম্বা চুল পাওয়া যায় না। চুলের স্বাস্থ্য বজায় রাখার জন্য দামী শ্যাম্পু (Shampoo) থেকে কন্ডিশনার ব্যবহার করে থাকেন বহু মানুষ। কিন্তু সবসময় দামী শ্যাম্পু কিংবা দামী কোনও প্রসাধনী চুলের স্বাস্থ্যের জন্য উপকারী নাও হতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুলের স্বাস্থ্য অনেকটা নির্ভর করে আমাদের খাদ্যাভ্যাসের (Food Habits) উপর। তাই স্বাস্থ্যকর চুল পাওয়ার জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি বলে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তবে, আমাদের হাতের কাছে রান্নাঘরেও এমন কিছু উপাদান থাকে, যা আমাদের চুলের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সপ্তাহে ৪ থেকে ৫ বার রান্নাঘরের কিছু উপাদান দিয়ে চুলের যত্ন নিলে, চুল লম্বা এবং মজবুত হয়ে উঠবে।
আরও পড়ুন - Beauty Tips: কীভাবে আই লাইনার ব্যবহার করলে চোখ আরও আকর্ষণীয় হয়ে উঠবে?
চুল ঘন আর মজবুত করার সহজ উপায়-
১. আমলকি - চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী আমলকি। বহু যুগ ধরে চুলের পরিচর্যায় আমলকি ব্যবহার হয়ে আসছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়াও আমলকি ব্যবহারে চুল হয়ে ওঠে ঘন, মজবুত এবং লম্বা।
২. চুলের জন্য কারিপাতাও দারুণ উপকারী। বলছেন বিশেষজ্ঞরা। খাবারে কারিপাতা ব্যবহার করতে পারেন। কিংবা সব্জির জুসের সঙ্গে প্রতিদিন ১০ থেকে ১৫টি কারিপাতা একসঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। বিশেষজ্ঞদের মতে, কারিপাতায় প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন এবং ভিটামিন ই থাকে। যা চুলকে মজবুত এবং ঘন করে তুলতে সাহায্য করে। চুলের বৃদ্ধির জন্য প্রতিদিন খাবারের সঙ্গে কারিপাতা ব্যবহারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
চুলে নানা উপকারী উপাদান ব্যবহারের সঙ্গে সঙ্গে খাবারের তালিকাতেও নজর রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন প্রচুর পরিমাণে জল খেতে হবে। তবেই সুস্থ থাকবে শরীর। সুস্থ থাকবে চুলও।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)