Cycling Health Benefits: প্রতিদিন নির্দিষ্ট সময় সাইকেল চালাতে পারলে কী কী উন্নতি হবে শরীর-স্বাস্থ্যের?
Health Tips: বিভিন্ন ধরনের শরীরচর্চার মধ্যে নিয়মিত সাইকেল চালানো একটি জরুরি বিষয়। প্রতিদিন নিয়ম করে সাইকেল চালাতে পারলে অনেক উপকার পাবেন আপনি।

Cycling Health Benefits: নিয়মিত শরীরচর্চা করতে পারলে অবশ্যই সুস্থ থাকবেন আপনি। তবে অনেকেই হয়তো সময়ের অভাবে রোজ জিমে গিয়ে শরীরচর্চা করতে পারেন না। যোগাসন, ফ্রি-হ্যান্ড একসারসাইজ, নিয়ম করে কিছুই করা হয়ে ওঠে না। সময় পান না জগিং কিংবা হাঁটাচলা করা অথবা দৌড়নোর। সময়ের অয়াভব যাঁদের রয়েছে অথচ রোজ শারীরিক কসরৎ করতে চান, তাঁরা প্রতিদিন কিছু সময়ের জন্য সাইকেল চালাতে পারেন। দৈনন্দিন কাজকর্মের জন্যও অনেককেই হয়তো রোজ কিছুটা সাইকেল চালাতেই হয়। আর এই সাইকেল চালানো অর্থাৎ সাইক্লিংয়ের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। নিয়ম করে নির্দিষ্ট সময় সাইকেল চালাতে পারলে কিন্তু আপনি সুস্থ থাকবেন।
বিভিন্ন ধরনের শরীরচর্চার মধ্যে নিয়মিত সাইকেল চালানো একটি জরুরি বিষয়। প্রতিদিন নিয়ম করে সাইকেল চালাতে পারলে অনেক উপকার পাবেন আপনি। নিয়মিত সাইক্লিং করলে আপনার শরীর-স্বাস্থ্যের কী কী উপকার হবে, জেনে নিন।
- যাঁরা শরীরের অতিরিক্ত মেদ ঝরাতে চাইছেন, তাঁরা আজ থেকেই সাইক্লিং শুরু করুন। প্রতিদিন বেশ কিছুক্ষণ সাইক্লিং করতে পারলে আপনার ওজন কমবে দ্রুত হারে। ভোরবেলা কিংবা সন্ধের পর বা রাতের দিকে সাইক্লিং করতে পারেন। তবে ভরা পেটে কখনই সাইক্লিং করবেন না।
- রোজ সাইক্লিং করতে পারলে মজবুত হবে আপনার পায়ের পেশী। সহজে চোট-আঘাত লাগবে না পায়ের পেশীতে। তবে পায়ে চোট থাকলে সাইকেল চালাতে যাবেন না।
- নিয়মিত সাইক্লিং করতে পারলে ভাল থাকবে আপনার হৃদযন্ত্র অর্থাৎ হার্টের স্বাস্থ্য। ব্লাড প্রেশার অর্থাৎ রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে সাইক্লিংয়ের অভ্যাস। আর রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে হার্ট অ্যাটাক, স্ট্রোক এইসব হওয়ার প্রবণতা কমে।
- সাইক্লিংয়ের অভ্যাস আপনার ফুসফুসেরও খেয়াল রাখে। শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যা কমতে পারে রোজ সাইকেল চালালে। খুব রোদের মধ্যে সাইকেল চালাতে যাবেন না। শরীর খারাপ হতে পারে।
ওজন কমাতে চাইলে বেশ কিছু নিয়ম প্রতিদিনের জীবনে মেনে চলা প্রয়োজন। তাহলেই দ্রুত ঝরবে মেদ। ফিট থাকবেন আপনি। কোন কোন পানীয় নিয়মিত খেতে পারলে আপনার শরীরে জমে থাকা অতিরিক্ত মেদ ঝরে যাবে, জেনে নিন। তবে এর সঙ্গে নিয়মিত শরীরচর্চা করাও কিন্তু ভীষণভাবে জরুরি। তাই সেই দিকেও নজর দিতে হবে।
ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )


















