Depression Effects: গর্ভাবস্থায় অবসাদ থেকে বাড়তে পারে এই রোগের ঝুঁকি
Perinatal Depression Raise Disease Risk: গর্ভাবস্থায় অবসাদ প্রাণঘাতী একটি সমস্যা। যা নিয়ে এখনও অনেকেই যথেষ্ট সচেতন নয়। এই অবস্থায় আরও একটি রোগের ঝুঁকিও বাড়তে পারে।
Perinatal Depression Raise Disease Risk: মানসিক অবসাদ (Mental Depression), এমন একটি মারণরোগ, যাকে অনেকেই উপেক্ষা করেন। কিন্তু এই অবসাদের সমস্যাই বড়সড় বিপদের দিকে ঠেলে দেয়। ফের এক গবেষণায় সেই দিকটিই প্রমাণিত হয়ে গেল। মহিলাদের মধ্যে মানসিক অবসাদের হার বেশি। কিন্তু এই অবসাদ যদি গর্ভাবস্থায় বা সন্তান জন্মানোর পর দেখা যায়, তাহলে বড় বিপদ হতে পারে তাঁর। ইউরোপিয়ান হার্ট জার্নালের সাম্প্রতিক গবেষণা বলছে, এমন মহিলাদের পরবর্তী ২০ বছরে হার্ট অ্যাটাকের আশঙ্কা অনেকটাই বেশি থাকে।
মোট ৬ লাখ মহিলাকে নিয়ে পরীক্ষা
অন্যতম গবেষক ডোংহাউ লু জানান, সন্তান জন্ম দেওয়ার আগে ও পরে মানসিক অবসাদ প্রাণঘাতীও হতো পারে। শুধু হার্টের রোগ নয়, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, অটোইমিউন রোগ, অকালমৃত্যু ও হার্ট ফেলিওরেরও কারণ। এই অবস্থায় হার্টের রোগের ঝুঁকি কতটা তা পরীক্ষা করতে মোট ৬ লাখ মহিলার উপর এই সমীক্ষা করা হয়েছিল।
পেরিন্যাটাল ডিপ্রেশন ও পোস্টপার্টাম ডিপ্রেশন
দুই ধরনের ডিপ্রেশনের কথা বলা হয়েছে এই গবেষণায়। এর মধ্যে পেরিন্যাটাল ডিপ্রেশনের (perinatal depression) অর্থ হল গর্ভাবস্থায় অবসাদ। গর্ভাবস্থায় মায়ের শরীরে আসল দুটো শরীর থাকে। বিভিন্ন হরমোনের পরিমাণ এই সময় অন্য ভারসাম্যে থাকে। ফলে মানসিক অবস্থায় বদল আসা স্বাভাবিক। কিন্তু মানসিক অবস্থা যদি খারাপ হয় অর্থাৎ একজন যদি অবসাদগ্রস্ত হয়ে পড়েন, তবে তাঁর হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।
পোস্টপার্টাম ডিপ্রেশন (postpartum depression) বলা হয় সন্তান জন্মের পরবর্তী সময়ের অবসাদকে। সন্তান জন্ম নেওয়ার পর ফের একবার শরীরে হরমোনের ভারসাম্যে অদলবদল ঘটে। সেই সময়েও মানসিক অবসাদ দেখা দিতে পারে। যার জেরে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কাও থাকে।
হার্টের রোগের ঝুঁকি কতটা ?
মানসিক অবসাদগ্রস্ত এমন মহিলাদের হার্টের রোগের (Heart Disease) ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যায় বলে জানাচ্ছেন গবেষকরা। দুটো দলের মধ্যে এই পরীক্ষা করে দেখা হয়েছিল। এর মধ্যে এক দল মহিলা সন্তান গর্ভে থাকাকালীন বা জন্ম নেওয়ার পর মানসিক অবসাদের শিকার হন। অন্য দলের মহিলারা তেমন কোনও সমস্যার সম্মুখীন হননি। দেখা গিয়েছে, প্রথম দলটির হার্টের রোগের ঝুঁকি ৬.৪ শতাংশ। দ্বিতীয় দলটির হার্টের রোগের ঝুঁকি ৩.৭ শতাংশ।
আরও পড়ুন - ভারী খাবারও হজম হবে দ্রুত, শেষপাতে রাখুন এই পদগুলি
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )