Diwali 2021: আলোর উৎসবে কীভাবে নিজের বাড়িটিকে আরও সুন্দর করে সাজিয়ে তুলবেন?
এর জন্য একেবারেই আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না। শুধু ছোট্ট ছোট্ট কিছু উপায়ে আপনার বাড়িতে থাকা জিনিস দিয়েই সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন বাডি়টাকে। আলোর উৎসবে যাবে আপনার বাড়িটাও ঝলমল করে।
কলকাতা: উৎসবের মরশুম চলছে। সদ্য গিয়েছে দুর্গাপুজো। আর মাত্র কয়েকদিনের মধ্যেই আসছে আলোর উৎসব দীপাবলি (Diwali 2021)। বাড়িতে আসবেন অতিথিরা। তার আগেই সাজিয়ে ফেলুন নিজের বাড়িটাকে। না। এর জন্য একেবারেই আপনাকে অনেক টাকা খরচ করতে হবে না। শুধু ছোট্ট ছোট্ট কিছু উপায়ে আপনার বাড়িতে থাকা জিনিস দিয়েই সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারবেন বাডি়টাকে। আলোর উৎসবে যাবে আপনার বাড়িটাও ঝলমল করে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দীপাবলি উপলক্ষে বাড়িতে অতিথিরা আসার আগে যাতে সংক্রমণ না ছড়ায় কোনওভাবে সেদিকে নজর রাখা সবথেকে বেশি জরুরি। উৎসবের মরশুম চললেও ভুলে গেলে চলবে না যে করোনা পরিস্থিতিও চলছে। তাই উৎসবে মেতে উঠলেও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে যেকোনও কিছু করা দরকার। তার জন্য সংক্রমণের থেকে দূরে থাকতে হবে। প্রথমেই পুরো বাড়িটিকে পরিস্কার করে ফেলুন। ডেটল বা স্যাভলনজাতীয় কিছু ব্যবহার করতে পারেন। তাতে বাড়িতে থাকা জীবাণু ধ্বংস হয়ে যায়। ঘরে এদিক ওদিক পোশাক ছড়িয়ে রাখা চলবে না একেবারেই। সেগুলিকে পোশাক রাখার জায়গায় রেখে দিন।
১. রংবেরংয়ের কাগজ দিয়েই বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারেন। বাড়ির দেওয়ালে কিংবা জানলায় কাগজ দিয়ে প্রদীপ তৈরি করে তা পরপর সুতোর সাহায্যে ঝুলিয়ে দিন। বাড়ি সাজানোয় নতুনত্ব আসবে।
২. নানারকমের প্রদীপ এই সময়ে বাজারে কিনতে পারওয়া যায়। সেগুলি সাজানোর জন্য ব্যবহার করতে পারেন।
৩. প্লাস্টিকের ফুলের মধ্যে বসানো ছোট মোমবাতি ব্যবহার করলে দেখতে সুন্দর লাগবে। তবে, আগুন ছড়িয়ে পড়ার দিকে অবশ্যই নজর রাখা দরকার।
আরও পড়ুন - Diwali 2021: দীপাবলিতে কী ধরনের মিষ্টি খেলে স্বাস্থ্যের ক্ষতি হবে না?
৪. পুরনো আসবাবদিয়েও সাজিয়ে ফেলা যায় বাড়ি। পুরনো আসবাবের মধ্যে ফুলের মালা দিয়ে সাজিয়ে দিন।
৫. টেবিলে কাচের বাটিতে জলের মধ্যে সুগন্ধী ফুল রাখতে পারেন। তাহলে গোটা বাড়িতে আলাদা অ্যারোমা যোগ হবে।
৬. বাড়ির সামনে গাছের টব ঝুলিয়ে দিন। তার মধ্যে আলো লাগালে দেখতে খুবই সুন্দর লাগবে।
৭. ঘরে পড়ে থাকা যেকোনও পাত্রে যদি সুন্দর করে ফুল রাখেন, তাহলে ঘরের সৌন্দর্য আরও খানিকটা বেড়ে যায়।
৮. সবশেষে বাড়িতে অতিথি আসার আগে সুগন্ধী স্প্রে করে দিতে ভুলবেন না যেন।