Friendship Day 2022 Date: চলতি বছর কবে পড়েছে ফ্রেন্ডশিপ ডে?
Friendship Day: সারা বিশ্বের এক এক জায়গায় এক একরকম ভাবে পালন করা হয় ফ্রেন্ডশিপ ডে। কোথাও বন্ধুত্ব নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলকাতা: প্রত্যেকের জীবনের বন্ধুত্বের (Friendship) একটা আলাদা গুরুত্ব রয়েছে। হয়তো তাদের রোজ দেখা হয় না। রোজ কথা হয় না। কিন্তু বন্ধু (Friend) থাকে তার নিজের জায়গাতেই। তাই প্রতি বছর একটা বিশেষ দিন বন্ধুত্বের দিন হিসেবে পালন করা হয়ে থাকে। চলতি বছর কবে পড়েছে ফ্রেন্ডশিপ ডে (Friendship Day 2022)? জানা আছে? কবে থেকেই বা শুরু হয় এই বিশেষ দিন উদযাপন?
চলতি বছর কবে পড়েছে ফ্রেন্ডশিপ ডে?
জানা যায়, প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় ফ্রেন্ডশিপ ডে (Friendship Day)। তবে, এখানে একটা টুইস্টও রয়েছে। অন্যান্য দিনগুলি যখন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ ডে হিসেবে ৩০ জুলাই দিনটি নির্ধারণ করেছে। তখন আমাদের দেশে এই বিশেষ দিনটা উদযাপন করা হয় প্রতিবছর অগাস্ট মাসের প্রথম রবিবার। আর চলতি বছর সেই দিনটা পড়েছে আগামী ৭ অগাস্ট।
কবে থেকে উদযাপন করা হচ্ছে ফ্রেন্ডশিপ ডে? কারা প্রথম শুরু করে?
বিভিন্ন তথ্য অনুয়ায়ী জানা যায়, ফ্রেন্ডশিপ ডে পালনের প্রথম প্রস্তাব দেয় প্যারাগুয়ে। ১৯৫৮ সালে তারাই প্রথম ফ্রেন্ডশিপ ডে পালন করা শুরু করে। এই বিশেষ দিনে তারা জীবেন বন্ধুর গুরুত্ব, বন্ধুর ভূমিকা নিয়ে নানা অনুষ্ঠানও করে থাকে।
আরও পড়ুন - Recipe: ছুটির দিনে চেখে দেখতে পারেন পনিরের জিভে জল আনা রেসিপি
সারা বিশ্বের এক এক জায়গায় এক একরকম ভাবে পালন করা হয় ফ্রেন্ডশিপ ডে। কোথাও বন্ধুত্ব নিয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তো কোথাও বন্ধুরা নিজেদের মতো করে দিনটা উদযাপন করেন। সাধারণত এই বিশেষ দিনে বন্ধুরা এতে অপরের হাতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধেন। একে অপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন যে তাঁরা চিরকাল খুব ভালো বন্ধু হয়ে একে অপরের পাশে তাকবেন। তার সঙ্গেই চলে খাওয়া দাওয়া। বন্ধুরা নানা জায়গায় এই দিনে ঘুরতেও যান। এছাড়াও, এই বিশেষ দিনে বন্ধুরা একে অপরকে নানা উপহারও দিয়ে থাকেন। আপনি কীভাবে এই বিশেষ দিনটা আপনার বন্ধুর সঙ্গে উদযাপন করবেন? তা আমাদের জানান কমেন্ট করে।