Hair Care With Onion Juice: পেঁয়াজের রস কীভাবে চুল পড়ার সমস্যা কমায়? পরিচর্যায় কীভাবে ব্যবহার করবেন এই উপকরণ?
Hair Problems: চুলের বিভিন্ন সমস্যা দূর করতে পারে পেঁয়াজের রস। ছোট সাইজের ছাঁচি পেঁয়াজের রস চুলের পরিচর্যায় ব্যবহার করলে উপকার পাবেন। কীভাবে চুলের যত্নে পেঁয়াজের রস ব্যবহার করবেন? দেখে নিন।
Hair Care With Onion Juice: চুলের সমস্যায় (Hair Problems) আজকাল ভুক্তভোগী প্রায় সব বয়সের মানুষ। নারী, পুরুষ নির্বিশেষে চুলের একাধিক সমস্যায় নাজেহাল হন আজকাল। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায় চুল পড়ার সমস্যা (Hair fall Problem)। এই সমস্যা দূর করার জন্য আমরা একাধিক ঘরোয়া টোটকার সাহায্য নিয়ে থাকি। এর মধ্যে একটি হল পেঁয়াজের রসের (Onion Juice) ব্যবহার। মূলত ছাঁচি পেঁয়াজ অর্থাৎ একদম ছোট ছোট সাইজের যে পেঁয়াজ রয়েছে তার রস চুল পড়ার সমস্যা কমানোর পাশাপাশি নতুন চুল গজাতেও সাহায্য করে।
পেঁয়াজ বা পেঁয়াজের রস কীভাবে চুলের স্বাস্থ্যের খেয়াল রাখে, দেখে নিন
পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই উপকরণ কোলাজেন নামের প্রোটিন উৎপাদন করতে পারে। এই কোলাজেন প্রোটিন আমাদের নতুন চুল গজাতে, চুল পড়ার সমস্যা কমাতে এবং চুলের গঠন সার্বিক ভাবে ভাল করতে সাহায্য করে।
কীভাবে পেঁয়াজ বলা ভাল পেঁয়াজের রস চুলের পরিচর্যায় ব্যবহার করবেন, জেনে নিন
- ছোট ছোট টুকরো করে পেঁয়াজ কেটে নিয়ে তা ভাল করে বেটে নিতে হবে। এরপর তার মধ্যে মিশিয়ে দিন দু'চামচ অলিভ অয়েল। এই মিশ্রণ ভালভাবে মাথার তালু অর্থাৎ স্ক্যাল্পে ম্যাসাজ করে নিতে হবে। ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন। এই মিশ্রণ সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন। এর সাহায্যে চুলে ফিরে আসবে জেল্লা। চুলের রুক্ষ, শুষ্ক ভাব দূর হবে। চুলে গোড়া মজবুত হবে। এর পাশাপাশি যেহেতু এই মিশ্রণ দিয়ে স্ক্যাল্পে ম্যাসাজ করবেন তার ফলে উন্মুক্ত হবে হেয়ার ফলিকলের মুখগুলি। এর সাহায্যে নতুন চুল গজাবে এবং সঠিক ভাবে বৃদ্ধি পাবে।
- পেঁয়াজ ছোট টুকরো করে কেটে নিয়ে তা বেটে ওই মিশ্রণ থেকে রস বের করে নিন। শ্যাম্পু করার আগে এই রস স্ক্যাল্পে, চুলের গোড়ায় ভালভাবে লাগিয়ে রেখে দিন মিনিট ২০। তারপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিলে উপকার পাবেন। খুশকির সমস্যাও দূর করবে পেঁয়াজের রস।
- পেঁয়াজের রস মিশিয়ে বাড়িতেই তৈরি করে নিতে পারেন চুলে লাগানোর তেল। ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা সাধারণ সরষের তেলের মধ্যে পেঁয়াজের রস মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে নিন। কিছুটা ঠান্ডা হলে ওই তেল দিয়ে মাথার তালু এবং চুলে মালিশ করলে চুলের যাবতীয় সমস্যা অল্প কয়েকদিনের মধ্যেই উধাও হবে। আপনি চাইলে এই তেলের মধ্যে সামান্য মেথি কিংবা কারি পাতা, অথবা কালোজিরে দিয়েও ফুটিয়ে নিতে পারেন।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন- দেখতে কালো এই খাবারগুলি দ্রুত ঝরাবে পেটের মেদ ! তালিকায় কী কী রাখতে পারেন ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।