Bhai Phota 2021 Wishes: রাত পোহালেই ভাইফোঁটা, কীভাবে শুভেচ্ছা জানাবেন ভাইকে?
হিন্দু উতসবে ভাইফোঁটার মাহাত্ম্য অনেক। ভাই-বোনের এই শুভ অনুষ্ঠানে উতসব শুরু হয় এই প্রার্থনা করেই। কীভাবে নিজের ভাইকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাবেন?
কলকাতা: 'ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা'। রাত পোহালেই ভাইফোঁটা (Bhaiphota)। হিন্দু উতসবে ভাইফোঁটার মাহাত্ম্য অনেক। ভাই-বোনের এই শুভ অনুষ্ঠানে উতসব শুরু হয় এই প্রার্থনা করেই। কীভাবে নিজের ভাইকে এই বিশেষ দিনে শুভেচ্ছা জানাবেন? রইল তার কিছু ঝলক-
১. আজকের এই বিশেষ এবং ঐতিহ্যপূর্ণ দিনে ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবো আমাকে এমন একজন ভাইকে দেওয়ার জন্য।
২. আজকের এই শুভ দিনে প্রার্থনা করি তোমার জীবনে বিশ্বের সমস্ত খুশি উপচে পড়ুক। তুমি জীবনে অনেক সাফল্য পাও এই কামনাই করি। তোমার মুখে সারাজীবন যেন হাসি লেগে থাকে। শুভ ভাইফোঁটা।
৩. আমার ভাই হিসেবে তুমি চিরকালই আমার মনে বিশেষ জায়গায় থাকবে। শুভ ভাইফোঁটা।
৪. ঈশ্বর তোমায় অনেক অনেক আশির্বাদ করুন। তোমার জীবনে যেন শান্তি, হাসি, খুশি, ভালোবাসা, সাফল্য বিশ্বের সমস্ত আনন্দ ভরে ওঠে। এই প্রার্থনা করি। শুভ ভাইফোঁটা।
আরও পড়ুন - Bhai Phota 2021: একে অপরকে রক্ষা করার অঙ্গীকার, আগামীকাল ভাইফোঁটা, শুভক্ষণ কখন?
৫. আমার জীবনের অন্যতম শক্তি হিসেবে তোমাকে পেয়ে আমি গর্বিত। শুভ ভাইফোঁটা।
৬. আমাদের ভাই-বোনের মধ্যে বন্ধন যেন এমনই অটুট থাকে। ঈশ্বরের কাছে তোমার সুস্থতা এবং সাফল্য কামনা করি। শুভ ভাইফোঁটা।
৭. ছোটবেলা থেকে তোমার সঙ্গে যে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি, কত মারামারি করেছি, কত পাগলামি করেছি, সমস্ত কিছুর জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এভাবেই চিরকাল আমার বন্ধু হয়ে থাকো। শুভ ভাইফোঁটা।
৮. আমি জানি, অনেক সময় আমি তোমায় বিরক্ত করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, তোমাকে বকেওছি। কিন্তু বিশ্বাস করো আমি তোমায় ঠিক ততটাই ভালোবেসেছি। আমি তোমায় সম্মানও ঠিক ততটাই করি। শুভ ভাইফোঁটা।
৯. তোমার উপস্থিতি আমার জীবনকে আরও রঙিন করে তোলে। শুভ ভাইফোঁটা।
১০. প্রিয় ভাই/দাদা এভাবেই আমার জীবনের অন্যতম খুশির মাধ্যম হয়ে থেকো। শুভ ভাইফোঁটা।