Oranges Health Benefits: রোজ মেনুতে রাখুন একটা কমলালেবু, কী কী উপকার পাবেন জেনে নিন
Healthy Food: প্রতিদিন একটা কমলালেবু খাওয়ার অভ্যাস আপনার ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। রোজ একটা কমলালেবু খেলে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে।

Oranges Health Benefits: সুস্থ থাকতে অনেক চিকিৎসকই প্রতিদিন একটা ফল খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। রোজ একটা ফল খাওয়ার জন্য আপনি বেছে নিতে পারেন কমলালেবু। ভিটামিন সি সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে অনেক উপকার পাবেন আপনি। চলুন জেনে নেওয়া যাক প্রতিদিন কমলালেবু খেলে কী কী উপকার পাবেন। কমলালেবু আপনি রস করেও খেতে পারেন। আবার সাধারণ ভাবে ফল হিসেবেও খেতে পারেন।
- কমলালেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাই রোজ এই ফল একটা করে খেলে আপনার ইমিউনিটি মজবুত হবে। রোজ একটা কমলালেবু খেলে আপনার ইমিউনিটি বাড়বে এবং সহজে অসুস্থ হবেন না আপনি। সহজে সংক্রমণ হবে না আপনার শরীরে। ঠান্ডা লাগার সমস্যা এড়াতে পারবেন।
- কমলালেবুর এমন কিছু উপকরণ রয়েছে যা আপনার হৃদযন্ত্রের খেয়াল রাখবে দারুণ ভাবে। অতএব রোজ একটা কমলালেবু খেলে আপনার হার্ট ভাল থাকবে। কমবে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি। কমলালেবুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে কম কোলেস্টেরলের মাত্রা। কমলালেবু খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।
- ত্বকের জন্যও কমলালেবু খাওয়া খুব ভাল। এই ফল কোলাজেন প্রোটিন উৎপাদনে সাহায্য করে যা ত্বকের স্বাস্থ্য ভাল রাখে। রোজ একটা কমলালেবু খেলে ত্বক থাকবে উজ্জ্বল, টানটান। কালচে দাগছোপ দূর হবে। বলিরেখা দেখা দেবে না সহজে।
- প্রতিদিন একটা কমলালেবু খাওয়ার অভ্যাস আপনার ব্লাড প্রেশারের মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। রোজ একটা কমলালেবু খেলে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে। তার ফলে ভাল থাকবে হৃদযন্ত্র।
কমলালেবুর খোসাও ফেলে না দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। কমলালেবুর খোসা রোদে শুকিয়ে গুঁড়ো করে রেখে দিন। এই উপকরণের সঙ্গে মধু, অলিভ অয়েল, দুধের সর ব্যবহার করে ফেসপ্যাক এবং ফেসস্ক্রাব তৈরি করতে পারেন বাড়িতেই। এই ফেসপ্যাক এবং ফেসস্ক্রাব ব্যবহার করলে, ত্বকের কালচে দাগছোপ দূর হবে। টানটান থাকবে ত্বক। কালচে দাগছোপ দূর হবে এবং উজ্জ্বলতা ফিরে আসবে।
আরও পড়ুন- লাঞ্চ কিংবা ডিনারের পর হাঁটাচলার অভ্যাস কেন ভাল? কীভাবে উন্নতি হয় শরীর-স্বাস্থ্যের?
আরও পড়ুন- গরমকালে রাতে স্নান করা কেন জরুরি? না করলে কী কী সমস্যা হতে পারে?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















