Chest Pain: বুকে ব্যথা মানেই কি হার্ট অ্যাটাকের লক্ষণ? আর কী কী কারণে এই উপসর্গ দেখা দিতে পারে?
Chest Pain Symptoms: যাঁদের প্যানিক অ্যাটাক হওয়ার সমস্যা রয়েছে তাঁরা কিন্তু বুকে ব্যথার উপসর্গ একেবারেই অবহেলা করবেন না। প্যানিক অ্যাটাক হলে অনেক সময়েই শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়।
Chest Pain: বুকে ব্যথা মানেই কিন্তু সবসময় হার্ট অ্যাটাকের (Heart Attack) লক্ষণ নাও হতে পারে। আরও একাধিক কারণে বুকে ব্যথা হতে পারে। তবে যে কারণেই বুকে ব্যথা (Chest Pain) হোক না কেন, অবহেলা করা একেবারেই উচিত নয়। বরং এমন উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। হার্ট অ্যাটাকের লক্ষণ ছাড়াও আর কোন কোন শারীরিক সমস্যা হলে বুকে ব্যথার উপসর্গ দেখা দিতে পারে, জেনে নিন।
নিউমোনিয়া
অনেক সময়েই নিউমোনিয়া হলে বুকে ব্যথা হতে পারে। নিউমোনিয়া হলে আমাদের ফুসফুসে হাওয়ার পরিমাণ বেড়ে যায়। আর তার জেরে প্রবল কাশির সঙ্গে শুরু হয় বুকে ব্যথা। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে নিউমোনিয়া হলে বুকে ব্যথার সমস্যা দেখা যায়। নিউমোনিয়া অ্যাটাক বাচ্চাদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। তবে বয়স্কদের মধ্যে নিউমোনিয়ার সমস্যা লক্ষ্য করা যায়।
কস্টোকন্ড্রাইটিস
কস্টোকন্ড্রাইটিস রোগ হলে পাঁজরের হাড় ফুলে যেতে পারে এবং প্রবল যন্ত্রণা শুরু হয়। তাই বুকে ব্যথা মানেই হার্ট অ্যাটাক কিংবা গ্যাস হয়েছে এমন ভাবা উচিত নয়। এই বিশেষ রোগ হলে পাঁজরের হাড়েও সমস্যা হতে পারে। আর তার থেকে ব্যথা হতে পারে বুকে।
এনজাইনা
এনজাইনা রোগ হলে আপনার হৃৎপিণ্ডে রক্তের প্রবাহ আচমকা কমে যেতে পারে। এর ফলে বুকে ব্যথার সমস্যা দেখা দিতে পারে। ডাক্তারি পরিভাষায় একে ইসকেমিক চেস্ট পেন- এর সমস্যাও বলা হয়। তাই বুকে ব্যথার উপসর্গ দেখা দিলে সময় থাকতেই সতর্ক হয়ে যান।
প্যানিক অ্যাটাক
যাঁদের প্যানিক অ্যাটাক হওয়ার সমস্যা রয়েছে তাঁরা কিন্তু বুকে ব্যথার উপসর্গ একেবারেই অবহেলা করবেন না। প্যানিক অ্যাটাক হলে অনেক সময়েই শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হয়। আর তার জেরেই শুরু হয় বুকে ব্যথা।
অ্যাসিড রিফ্লাক্স
যাঁদের তীব্র অ্যাসিডিটি হয়, সেই সঙ্গে গ্যাসের সমস্যাও দেখা দেয়, তাঁদের এই দুই কারণে অনেক সময় বুকে এবং পেটেও ব্যথা হতে পারে। তাই যাঁদের অ্যাসিডিটির সমস্যা প্রায় রোজই দেখা যায় কিংবা সামান্য কিছু খেলেই গ্যাস হয়ে যায়, তাঁরা বুকে ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিন একদম অবহেলা না করে।
আরও পড়ুন- 'রাইস ওয়াটার' ত্বকের যত্নে কী কী উপায়ে ব্যবহার করলে উপকার সবচেয়ে বেশি?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )