Black Coffee For Weight Loss: ব্ল্যাক কফি কখন, কীভাবে পান করলে দ্রুত মেদ ঝরবে আপনার? কী কী সতর্কতা নেবেন?
Black Coffee Health Benefits: চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে পারলে শরীরের অতিরিক্ত মেদ ঝরবে। তার ফলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। তবে ব্ল্যাক কফি খেতে হবে সামান্য পরিমাণে। বেশি খেলে বাড়বে একাধিক শারীরিক সমস্যা।

Black Coffee For Weight Loss: ব্ল্যাক কফি খাওয়ার অনেক উপকারিতা রয়েছে। দুধ, চিনি দিয়ে কফি খাওয়ার পরিবর্তে ব্ল্যাক কফি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভাল। ওজন কমাতে সাহায্য করে এই পানীয়। কিন্তু কীভাবে ব্ল্যাক কফি খেলে দ্রুত মেদ ঝরে ওজন নিয়ন্ত্রণে থাকবে জানেন? রইল সহজ কয়েকটি পদ্ধতি। বিশেষ কিছু সময়ে, বিশেষ পরিমাণে ব্ল্যাক কফি খেলে ওজন কমানোর ক্ষেত্রে দারুণ উপকার পাবেন আপনি। জেনে নিন এইসব পদ্ধতি।
চিনি ছাড়া ব্ল্যাক কফি খেতে পারলে শরীরের অতিরিক্ত মেদ ঝরবে। তার ফলে ওজন থাকবে নিয়ন্ত্রণে। তবে ব্ল্যাক কফি খেতে হবে সামান্য পরিমাণে। বেশি খেলে বাড়বে একাধিক শারীরিক সমস্যা। ব্ল্যাক কফি বেশি খাওয়া হয়ে গেলে অ্যাসিডিটি হতে পারে। দেখা দিতে পারে বদহজমের সমস্যাও। প্রভাব পড়তে পারে লিভারের উপরেও।
ব্ল্যাক কফি বিশেষ কিছু নিয়ম মেনে খেলে তবেই দ্রুত কমবে ওজন, সেগুলি কী কী জেনে নিন
ঘুম থেকে উঠে ছোট এক কাপ ব্ল্যাক কফি
সকালে ছোট কাপের এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন। সকাল সকাল কফি খেলে সারাদিন ভরপুর এনার্জিও পাবেন আপনি। সকাল বেলায় এক কাপ ব্ল্যাক কফি খেলে আপনার শরীরের মেটাবলিজম রেট ভাল হবে। তার ফলে কমবে ওজন। কিন্তু তাই বলে সাতসকালে অনেকটা পরিমাণে ব্ল্যাক কফি খাবেন না। আর একবারের বেশিও খাবেন না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা বাড়বে।
শরীর চর্চা শুরুর আগে ছোট এক কাল ব্ল্যাক কফি
ওয়ার্ক আউট শুরু করার ৩০ মিনিট আগে ব্ল্যাক কফি খেতে পারেন আপনি। সকালে ব্ল্যাক কফি খেলে সারাদিন ধরে ক্যালোরি বার্ন করা সম্ভব। সকালে উঠে অনেকেই শরীর চর্চা করেন। কেউ জিমে যান। কেউ বাড়ির বাইরে বেরোন। কেউ বা বাড়িতেই সেরে নেন শারীরিক কসরত। এই ওয়ার্ক আউট শুরু করার আধঘণ্টা আগে ছোট কাপের এক কাপ ব্ল্যাক কফি খেতে পারেন। এর ফলে সারাদিন ধরে ক্যালোরি বার্ন করার সুযোগ পাবেন আপনি।
ভারী খাবারের মাঝে অল্প একটু ব্ল্যাক কফি
যেকোনও ভারী খাবার খাওয়ার মাঝে অল্প করে ব্ল্যাক কফি খেলে ক্রেভিংস কমবে আপনার। ফলে একসঙ্গে অনেকটা খাবার খাওয়া হবে না। ব্রেকফাস্টের পর এবং লাঞ্চের আগে অল্প একটু ব্ল্যাক কফি খেতে পারেন। এর ফলে যেহেতু ক্রেভিংস কমবে তাই খেতে বসে একসঙ্গে অনেকটা খাবার খাওয়া হবে না আপনার। তার ফলে ওজন থাকবে নিয়ন্ত্রণে।
আরও পড়ুন- রেজার দিয়ে বাড়িতেই ওয়াক্সিং করেন? ত্বক ভাল রাখতে কীভাবে সতর্ক থাকা প্রয়োজন?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
