Waxing Tips: রেজার দিয়ে বাড়িতেই ওয়াক্সিং করেন? ত্বক ভাল রাখতে কীভাবে সতর্ক থাকা প্রয়োজন?
Skin Care Tips: ত্বক সেনসিটিভ হলে ওয়াক্সিং করার আগে ভেবে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ সেনসিটিভ স্কিনে ওয়াক্সিং করার পর প্রবলভাবে র্যাশের সমস্যা দেখা দিতে পারে।

Waxing Tips: ওয়াক্সিং করার সময় অজান্তেই আমরা বেশ কিছু ভুল করে ফেলি। তার ফলে ত্বকের প্রভূত ক্ষতি হয়। ওয়াক্সিং করার আগে এবং পরে, দু'ক্ষেত্রেই ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া প্রয়োজন। অনেকেই বাড়িতে রেজার দিয়ে ওয়াক্সিং করে থাকেন। এক্ষেত্রে ভাল গুণমানের রেজার অতি অবশ্যই ব্যবহার করতে হবে। সাবধানে ওয়াক্সিং করতে হবে যাতে কেটে ছড়ে না যায়। এর পাশাপাশি আপনি যে রেজার ব্যবহার করে ওয়াকিং করছেন তা আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একটানা একটিই রেজার অনেকদিন ব্যবহারও করা উচিৎ নয়।
ওয়াক্সিং করার পরে কীভাবে যত্ন নেবেন ত্বকের, রইল সহজ কয়েকটি টিপস
- ওয়াক্সিং করার সময় বাড়িতে বেশিরভাগ মহিলাই রেজার এবং সাবান ব্যবহার করেন। ত্বক রুক্ষ-শুষ্ক করে দেওয়ার জন্য এই দুই উপকরণ যথেষ্ট। তাই ওয়াক্সিং করার পর আগে ভালভাবে হা-পা, যে অংশে ওয়াক্সিং করেছেন সেই জায়গা পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। তারপর ক্রিম ব্যবহার করতে হবে। ত্বকের ধরন অনুসারে ক্রিম ব্যবহার করুন।
- যদি আপনার ত্বক সেনসিটিভ ধরনের হয় তাহলে ক্রিমের আগে টোনার ব্যবহার করে নিতে পারেন। তবে ভালভাবে ক্রিম, ময়শ্চারাইজার ম্যাসাজ করতেই হবে। নাহলে ত্বক মারাত্মক রুক্ষ-শুষ্ক হয়ে যায়।
কী কী সতর্কতা নেওয়া প্রয়োজন ওয়াক্সিং করার সময়
- ত্বক সেনসিটিভ হলে ওয়াক্সিং করার আগে ভেবে নিন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ সেনসিটিভ স্কিনে ওয়াক্সিং করার পর প্রবলভাবে র্যাশের সমস্যা দেখা দিতে পারে। তাই আগামে সতর্কতা প্রয়োজন।
- যদি ওয়াক্সিং করতে গিয়ে কখনও কোনও অংশে কেটে, ছড়ে যায় তাহলে আগে সেই অংশে ওষুধ লাগাতে হবে। হাতের কাছে কিছু না পেলে সাধারণ স্যাভলন কিংবা ডেটল তুলোয় ভিজিয়ে কিংবা সরাসরি ওই ক্ষতস্থানে লাগিয়ে দিন। এর ফলে আর সংক্রমণের সম্ভাবনা থাকবে না।
- ওয়াক্সিং করার ক্ষেত্রে সম্ভব হলে বডি ওয়াশ ব্যবহার করুন, অর্থাৎ লিকুইড সোপ। এমনি সাবানে ত্বক বেশি রুক্ষ-শুষ্ক হয়ে যায়। লিকুইড সোপের ক্ষেত্রে এই সমস্যা কিছুটা হলেও কম হয়। পারলে গ্লিসারিন জাতীয় সাবান, লিকুইড সোপ ব্যবহার করুন। ত্বক ভাল থাকবে।
আরও পড়ুন- পাকা পেঁপে বীজ ফেলে খাওয়া ভাল, নাকি সব সমেত খেলেই উপকার বেশি?
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
