কার্গিল যুদ্ধে মৃত্যুর থেকে আড়াই গুণ বেশি, করোনায় দৈনিক মৃতের সংখ্যা শেয়ার করে উদ্বেগ প্রাক্তন সেনাপ্রধানের
প্রাক্তন সেনাপ্রধান লেখেন, ভারতে এখন যা অবস্থা তা কারগিল যুদ্ধের থেকেও ভয়ংকর । প্রতিদিন করোনার সংক্রমণ এর জেরে যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে তা তিন মাস ধরে চলা কারগিল যুদ্ধে যত প্রাণহানি হয়েছিল তার থেকেও বেশি ।
![কার্গিল যুদ্ধে মৃত্যুর থেকে আড়াই গুণ বেশি, করোনায় দৈনিক মৃতের সংখ্যা শেয়ার করে উদ্বেগ প্রাক্তন সেনাপ্রধানের Coronavirus Update: In Corona more than 2.5 times TOTAL killed in action in Kargil war, tweeted by Ved Malik কার্গিল যুদ্ধে মৃত্যুর থেকে আড়াই গুণ বেশি, করোনায় দৈনিক মৃতের সংখ্যা শেয়ার করে উদ্বেগ প্রাক্তন সেনাপ্রধানের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/04/18/c794e18eac9668e956a79ede8fb2375b_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি : ভয়ঙ্কর গতিতে বাড়ছে করোনা । ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে কার্যত বিপর্যস্ত আসমুদ্রহিমাচল । টানা ৪ দিন পর পর ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দুই লক্ষের বেশি । এই পরিস্থিতিতে ট্যুইট করলেন কার্গিল যুদ্ধের সময়ে ভারতের সেনাবাহিনীর প্রধান । কারগিল যুদ্ধের সময়ের এর সঙ্গে তুলনা করে প্রাক্তন সেনাপ্রধান জেনারেল বেদপ্রকাশ মালিক লিখলেন, বর্তমান করোনা পরিস্থিতি যুদ্ধেরই সমতুল ।
তিনি লিখেছেন, বর্তমান করোনা পরিস্থিতিতে মৃত্যু ছাপিয়ে গিয়েছে কারগিল যুদ্ধের সময় এর মৃত্যুর সংখ্যা । ১৯৯৯ সালে জম্মু কাশ্মীর সীমান্তে তিন মাস ধরে চলা ভারত-পাকিস্তানের মধ্যে এই যুদ্ধের প্রাণ হারিয়েছিলেন বহু সেনা । সেই সময়কার কথা স্মরণ করে, প্রাক্তন সেনাপ্রধান লেখেন, ভারতে এখন যা অবস্থা তা কারগিল যুদ্ধের থেকেও ভয়ংকর । প্রতিদিন করোনার সংক্রমণ এর জেরে যেভাবে মানুষের প্রাণ যাচ্ছে তা তিন মাস ধরে চলা কারগিল যুদ্ধে যত প্রাণহানি হয়েছিল তার থেকেও বেশি ।
প্রাক্তন সেনাপ্রধান বেদ মালিক লিখেছেন,
'' আমাদের দেশ এখন যুদ্ধকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে । ১৩৩৮ ভারতীয় মারা গেছেন গতকাল শুধুমাত্র অতিমারীর কারণে (আগের দিন ১১৮২ জন), যা গোটা কারগিল যুদ্ধে যত মানুষ মারা গেছেন তার থেকে আড়াই গুণ বেশি । আমাদের দেশ কি এই যুদ্ধ নিয়ে যথেষ্ট মনোযোগী ? চারিদিকে ভোট প্রচারের জনসভা, নানা রকম অনুষ্ঠান, কৃষক বিদ্রোহ, ইত্যাদি চলছে ... জাগো ভারত জাগো !
দেশে হুহু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ৬১ হাজার ৫০০ জন। মহারাষ্ট্র দেখেছে একদিনে সর্বোচ্চ আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় সেখানে সংক্রমিত ৬৭ হাজার ১২৩। এর পিছনেই রয়েছে উত্তরপ্রদেশ ও দিল্লি। এই দুই জায়গায় সংক্রমিতের সংখ্যা যথাক্রমে ২৭ হাজার ৩৩৪ ও ২৪ হাজার ৩৭৫।
একদিকে যখন করোনা যুদ্ধে ভারতের সতর্কতা নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই সামনে এসেছে এই তথ্য। মাত্র ৯২ দিনে ১২ কোটি মানুষের টিকাকরণ। বিশ্বে দ্রুততম দেশ হিসাবে এই সাফল্য অর্জন করেছে ভারত। প্রেস ইনফরমেশন ব্য়ুরো সূত্রের খবর । আজ সকাল সাতটা পর্যন্ত হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ভারতে ১২ কোটি ২৬ লাখ ২২ হাজার ৫৯০টি ডোজ প্রয়োগ করা হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)