Coronavirus Update : বেসরকারি হাসপাতালে বেড-সঙ্কট সামাল দিতে তৈরি রাজ্যের টাস্ক ফোর্স
বড় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে করোনা বেড সম্পূর্ণ ভর্তি । অ্যাভেলেবেল বেডগুলি মূলত ছোট নার্সিংহোম এবং হাসপাতালে ।কীভাবে বেসরকারি হাসপাতালের বেড বাড়ানো যায়, তার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে ।
কলকাতা : রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালে কোভিড বেডের আকাল । পরিস্থিতি সামাল দিতে চার সদস্যের টাস্কফোর্স গঠন করল রাজ্য সরকার । এভাবে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে বেসরকারি নার্সিংহোমে হাসপাতালগুলিতে বেড পাওয়া নিয়ে অত্যন্ত সংকট দেখা দিয়েছে । রাজ্যজুড়ে বেসরকারি হাসপাতালে ৩১৭০ টি বেড এর মধ্যে আপাতত ফাঁকা ৬00 টি অর্থাৎ করোনা রোগীদের জন্য নির্ধারিত বেডের সিংহভাগই ভর্তি ।
বড় বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে করোনা বেড সম্পূর্ণ ভর্তি । অ্যাভেলেবেল বেডগুলি মূলত ছোট নার্সিংহোম এবং হাসপাতালে ।
কীভাবে বেসরকারি হাসপাতালের বেড বাড়ানো যায়, তার জন্য বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে । স্বাস্থ্য সচিব সঞ্জয় বনশলের নেতৃত্বে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে ।
টাস্কফোর্সের মূল কাজ হবে বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গে বসা এবং আলোচনা করা, কীভাবে নন কোভিড বেডের সংখ্যা না কমিয়ে, কোভিড বেডের সংখ্যা বাড়ানো যায় । এ ব্যাপারে রাজ্য সরকার কীভাবে সাহায্য করতে পারে, বেসরকারি হাসপাতালগুলিকে তারই একটা রূপরেখা তৈরি করতে সাহায্য করবে এই ৪ সদস্যের টাস্ক ফোর্স।
এছাড়া উদ্ভূত পরিস্থিতিতে বেড সঙ্কট সামাল দিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে রাজ্য সরকার।
হাসপাতালে ভর্তির ক্ষেত্রে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলার নির্দেশ এসেছে সরকারের তরফে । শুধুমাত্র যাদের প্রয়োজন তাদের ভর্তি করতে হবে অর্থাৎ যাদের উপসর্গ তীব্র তাদের ভর্তি করতে হবে হাসপাতালে। যাদের উপসর্গ ততটা তীব্র নয় তাদের হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইন-এ থাকতে হবে ।
স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে যে, যখন কোনও রোগী উপসর্গ নিয়ে হাসপাতালে যাবে, তখন রাজ্যে স্বাস্থ্য দফতরের নির্দিষ্ট হেল্পলাইনের সাহায্য নিতে হবে। সেখানে কথা বলে দেখতে হবে, তার উপসর্গ অত্যন্ত তীব্র কিনা । সংশ্লিষ্ট সরকারি বা বেসরকারি হাসপাতালে ইমার্জেন্সি মেডিক্যাল অফিসারই রোগীর অবস্থা সঙ্কটজনক সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )