India Coronavirus Updates: বিরাট লাফ ! ৩৮ শতাংশ বেড়ে গেল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা
Coronavirus Update Today : সাড়ে তিনমাসেরও বেশি সময় পর ভারতে দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি পেরোল
India COVID-19: চিন্তা বাড়াচ্ছে দেশের করোনা-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ৩৮ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২১৩। সাড়ে তিনমাসেরও বেশি সময় পর ভারতে দৈনিক সংক্রমণ ১০ হাজারের গণ্ডি পেরোল। দেশের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, তামিলনাড়ু, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ, গুজরাতে সংক্রমণের হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ২৪।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২১৩ জন।
- গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৮২২।
- গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের।
- গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১৫।
- এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৮০৩ জনের।
- মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ৫৭ হাজার ৭৩০।
অন্যদিকে এ রাজ্যেও করোনা গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। রাজ্যে (West Bengal) একধাক্কায় অনেকটা বেড়েছে করোনা সংক্রমণ (Corona Infection)। একদিনে সংক্রমণ বেড়েছে ৭০ শতাংশর বেশি। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে (West Bengal Corona ) একদিনে করোনা আক্রান্তর সংখ্যা ফের ২০০ পার করেছে। প্রায় সাড়ে ৩ মাস পর ২০০-র উপর দৈনিক সংক্রমণ। ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩০ জন, মৃত্যু হয়েছে ১ জনের। সংক্রমণ হারও প্রায় ৩ শতাংশ। উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার সংক্রমণ।
WB COVID-19 Daily Health Bulletin: 15 June 2022. A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) June 15, 2022
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১৫ জুন ২০২২। পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/qhmp5Pewbo
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )