Covid 19: কোভিড হয়নি কখনও ? তাহলে এটা জেনে রাখুন অবশ্যই
রাজ্যে পোস্ট কোভিডের সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু কীভাবে, জানুন বিস্তারিত
রাজ্যে পোস্ট কোভিডের সমস্যা দেখা দিচ্ছে। অর্থাৎ পোস্ট কোভিড তখনই হবে, যখন কারো কোভিড হবে। কিন্তু সবথেকে বড় কথা হল, রাজ্যের অনেকেই জানেনই না যে, তার আদৌ কখনও কোভিড হয়েছিল কিনা। আর এখানেই থাবা বসাচ্ছে করোনা।কোভিডের একের পর এক ঢেউয়ে, অনেকেই কোভিড টেস্ট করাননি, ভয়ে। পাছে হাসপাতালে ভর্তি হতে হয়। অনেকেরই উপস্বর্গ এসে, আবার শরীর থেকে বিদাও নিয়েছে। কিন্তু ২০২২ এর চলতি মাসে এবার পোস্ট কোভিড এফেক্ট ফিরে আসছে।
আরও পড়ুন
সুখবর ! ফের বাড়ছে মেট্রোর সংখ্যা, ফিরছে কোভিড পূর্ববর্তী যাত্রী পরিষেবায়
ফের দেশে কোভিড সংক্রমণেক গ্রাফ উপরের দিকে দৌড়চ্ছে। এই অবস্থায় সকলকেই সতর্ক থাকতে বলছেন বিজ্ঞানীরা। আসলে এই সময়ে কোভিড সংক্রমণ যে বাড়বে, তা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিশেষ করে কোভিডের মিউটেশন নিয়েই উদ্বেগ।কোভিডের উপস্বর্গ ,সেরে ওঠার ৪ সপ্তাহ পর দেখা গেলে তাকে বলা হয় লং কোভিড। লং কোভিড উপস্বর্গে ক্লান্তি, শ্বাসকষ্ট এবং মনোযোগ হারানো এই সমস্যাগুলি আসতে পারে। মোট ২০৪ টি দেশে চলছে এই গবেষণা।
রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় আচমকাই মৃতের সংখ্যা বাড়ল। গত ৪৮ ঘন্টায় মৃতের সংখ্যা ছিল শূন্য। কিন্তু আচমকাই রাজ্যে গত ২৪ ঘন্টায় ২ জনের মৃত্যু হয়েছে। তবে কোভিডের পজিটিভিটি রেট আগের থেকে অনেকটাই কমেছে। গত ৪৮ ঘন্টায় কোভিডের পজিটিভিটি রেট ছিল ৭.৩০ শতাংশ। তবে গত ২৪ ঘন্টায় পজিটিভিটি রেট কমে ৭.০৪ শতাংশ।গত ২৪ ঘন্টায় রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, বাড়ল হোম আইসোলেশনের সংখ্যা। গত ৪৮ ঘন্টায় হোম আইসোলেশনের সংখ্যা ২৯২৪ টি। সেখানে গত ২৪ ঘন্টায় বেড়ে গিয়ে ৩৩৬৯ শতাংশ।
রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় সুস্থতার হার ৯৮.৮০ শতাংশ। কিন্তু গত ২৪ ঘন্টায় আচমকাই বেগ কমে গিয়েছে। গত ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯৮.৭৮ শতাংশ।
কোভিড ভ্যাকসিনের সংখ্যা গত ২৪ ঘন্টায় কিছুটা কমল। গত ৪৮ ঘন্টায় রাজ্যের ৭১ হাজার ৩৯৮ জন কোভিড ভ্যাকসিন পেয়েছেন। কিন্তু গত ২৪ ঘন্টায় কা কমে রাজ্যের ৬৮ হাজার ৫৬৮ জন কোভিড ভ্যাকসিন পেয়েছেন।রাজ্য কোভিড বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘন্টায় রাজ্যের হাসপাতালগুলিতে ৯৬ জন। কিন্তু গত ২৪ ঘন্টায় রাজ্যের হাসপাতালগুলিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ১১১ জন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )