![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Covid 19: ফের কোভিডের নতুন স্ট্রেন? কতটা মারাত্মক?
Covid Variant: ওমিক্রনের পরে যে নতুন কোনও ভ্যারিয়েন্ট আসবে না, এমন কোনও নিশ্চয়তা নেই। সেই আশঙ্কার কথাই ফের একবার উস্কে দিলেন ইংল্যান্ডের মহামারি বিশেষজ্ঞ।
![Covid 19: ফের কোভিডের নতুন স্ট্রেন? কতটা মারাত্মক? Covid 19 variant worse than Omicron in next 2 years UK epidemiologist Warning Covid 19: ফের কোভিডের নতুন স্ট্রেন? কতটা মারাত্মক?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/21/976b7d142be15f200447b022b49c45a5_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
লন্ডন: ডেল্টা, ডেল্টাপ্লাস গিয়েছে। তারপর পৃথিবীজুড়ে তাণ্ডব চালিয়েছে ওমিক্রন (omicron)। এখনও পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে বাকি সব স্ট্রেনের তুলনায় সবচেয়ে বেশি সংক্রামক হলেও ডেল্টা (delta) বা ডেল্টাপ্লাসের তুলনায় তেমন মারণক্ষমতা ছিল না ওমিক্রনের। ওমিক্রনের একাধিক সাব ভ্যারিয়েন্টের খোঁজও মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (world health organization) এবং একাধিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বারবার সতর্ক করেছেন যে ওমিক্রনের পরে যে নতুন কোনও ভ্যারিয়েন্ট আসবে না, এমন কোনও নিশ্চয়তা নেই। সেই আশঙ্কার কথাই ফের আরও একবার উস্কে দিলেন ইংল্যান্ডের মহামারি বিশেষজ্ঞ (epidemiologist)।
কী বলছেন বিজ্ঞানী?
ইংল্যান্ডের চিফ মেডিক্যাল অফিসার ক্রিস হুইটির (chris whitty) সতর্কবার্তা, ওমিক্রনের থেকেও ভয়াবহ কোভিড ভ্যারিয়েন্ট আসার বিপুল আশঙ্কা রয়েছে। আগামী দুই বছরের মধ্য়ে নতুন ভ্যারিয়েন্ট আসার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, 'প্রথম থেকেই কোভিড (covid) সবাইকে চমকে দিচ্ছে। ফলে এখনও অনেকটা পথ চলা বাকি। এখন ফ্লু-এর মতোই মারণক্ষমতা হয়েছে কোভিডের। বাকি জীবনে কোভিডের সঙ্গে কাটাতে হবে।' তাঁর আশঙ্কা, নতুন যে স্ট্রেন আসার সম্ভাবনা রয়েছে তা ওমিক্রনের থেকেও বেশি সমস্যা তৈরি করতে পারে। সেই স্ট্রেনকে উপেক্ষা করা যাবে না। এখন কোভিডের সঙ্গে যে ভারসাম্য রক্ষা করে চলা হচ্ছে। সেটাও বদলে যেতে পারে বলে তাঁর মনে হয়। অনেক বিশেষজ্ঞ বলেছেন এখন কোভিড এনডেমিক (endemic) হয়ে গিয়েছে। যদিও সেই দাবি মানতে নারাজ ক্রিস হুইটি। তাঁর দাবি আগামী দুই বছরের মধ্যে ফের আঘাত হানতে পারে কোভিডের নতুন কোনও স্ট্রেন। ফলে এখনই একে এনডেমিক বলা যাবে না। তাঁর দাবি, ওমিক্রনকেও হালকা ভাবে নেওয়া উচিত না।
কেন এই আশঙ্কা?
যেভাবে কোভিড ভাইরাস রূপ পাল্টেছে, সেই পথে এগিয়ে ওমিক্রন তৈরি হয়নি। ফলে ওমিক্রন থেকেই যে পরবর্তী স্ট্রেন তৈরি হবে তার কোনও নিশ্চয়তা নেই। সেই কারণেই কোভিডের অন্য কোনও মারণ স্ট্রেন থেকে নতুন ভ্যারিয়েন্টের উৎপত্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিশ্বজুড়ে কোভিডের গ্রাফ এখন নামছে। ভারতেও তলানিতে দৈনিক কোভিড সংক্রমণ। কিন্তু চিন, কোরিয়া, হংকংয়ে ফের লাফিয়ে বাড়ছে কোভিড। একই ছবি ইংল্যান্ডে। সেখানেও কদিন ধরে সংক্রমণ কম থাকার পর ফের বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বেড়েছে হাসপাতালের ভর্তির সংখ্যাও।
আরও পড়ুন: কোভিডের ওষুধ লুকিয়ে ব্রকোলিতে? ইঙ্গিত গবেষণায়
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)