Health News: শিশুর ফুসফুসে কীভাবে গেল LED বালব ?
LED Bulb In Boy's Lungs: শিশুর ফুসফুসে পাওয়া গেল পাঁচ সেন্টিমিটার লম্বা LED বাল্ব। যাকে বিরল বলেই মনে করছেন চিকিৎসকরা। কিন্তু কীভাবে ঢুকল এটি ?
LED Bulb In Boy's Lungs: গলার মধ্যে ঢুকে গিয়েছে এলইডি বাল্ব। যার গলায় ঢুকেছে তাঁর বয়স মাত্র ৫ বছর। সম্পতি চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র হাসপাতালে ঘটেছে এমন একটি ঘটনা। যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে গোটা দেশে। ৫ সেন্টিমিটার লম্বা ও ২ সেন্টিমিটার চওড়া বাল্ব নিয়ে পাঁচ বছরের একরত্তি ছেলেটি খেলা করছিল বলে মনে করা জানাচ্ছে একাধিক প্রতিবেদন। কিন্তু সেই খেলা কাল হল। হঠাৎ বাল্বটি মুখে ঢুকিয়ে ফেলে ছেলেটি। এর পর গিলে ফেলে। কিন্তু গলা দিয়ে সেটি খাদ্যনালিতে যায়নি। বরং ঢুকে যায় শ্বাসনালিতে। তার পর মরণ বাঁচন অবস্থা। রীতিমতো যমে-মানুষে টানাটানি করে জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে প্রাণ ফেরানো হয় ওই শিশুর। ব্রঙ্কোস্কোপি নামের একটি জটিল অস্ত্রোপচার করতে হয় শিশুর শ্বাসনালিতে। তার জেরে তাঁকে বাঁচিয়ে তোলা সম্ভব হয়।
বিরল ঘটনা কেন ?
পাঁচ বছরের ওই শিশুর অস্ত্রোপচার করেন শ্রী রামচন্দ্র হাসপাতালে শিশুরোগ বিভাগের চিকিৎসক আর মধু। তিনি বলেন, শিশুদের খাদ্যনালি ও শ্বাসনালিতে বিভিন্ন বস্তু ঢুকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। তবে বাল্ব ঢুকে যাওয়া মতো ঘটনা তিনি তার ৩০ বছরের ডাক্তারের জীবনে প্রথম দেখলেন। তাঁর কথায়, বাল্বটি বের করে আনা খুব বড় চ্যালেঞ্জ ছিল তার কাছে কারণ জিনিসটি গোটা অবস্থায় আটকে ছিল। অর্থাৎ কাঁচ একটুও ভাঙ্গেনি। ভেঙে গেলে ফুসফুসে কাঁচ ছড়িয়ে পড়ত। যার ফলে আরও বিপজ্জনক পরিস্থিতি তৈরি হত। বাঁচানো মুশকিল হত একরত্তিকে।
কীভাবে বার বার হল বাল্ব ?
কীভাবে বাল্বটি বার করা হয়েছে, তাও জানিয়েছেন চিকিৎসক। তাঁর কথায়, প্রথমে শিশুকে অন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে বাল্বটিকে বার করার চেষ্টা দুবার ব্যর্থ হয়। এর পর ওপেন চেস্ট সার্জারির পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু রাজি হননি বাবা-মা। তখন শ্রীরামচন্দ্র হাসপাতালে নিয়ে আসা হয়। সিটি স্ক্যানে দেখা হয়, এটি একটি ব্রঙ্কাস অর্থাৎ শ্বাসনালির একটি ভাগে আটকে রয়েছে। সেখান থেকেই ব্রঙ্কোস্কপি করে বার করা হয় বাল্বটি। আপাতত সুস্থ রয়েছে রয়েছে পাঁচ বছরের খুদে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Vaccine Controversy Row: কোভিশিল্ডের পর প্রশ্নে কোভ্যাকসিন, টিকার নিরাপত্তা নিয়ে মুখ খুলল ভারত বায়োটেক
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )