(Source: ECI/ABP News/ABP Majha)
WB Health Commission: বাড়তি বিলের অভিযোগে ৭ হাসপাতাল-নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন
Fine: যাদবপুরের কেপিসি, টালিগঞ্জের আরোগ্য নার্সিংহোম সহ সাত হাসপাতাল-নার্সিংহোমের জরিমানা
সন্দীপ সরকার, কলকাতা : বাড়তি বিলের অভিযোগে ৭ হাসপাতাল-নার্সিংহোমকে জরিমানা করল স্বাস্থ্য কমিশন (WB Health Commission)। যাদবপুরের কেপিসি (KPC), টালিগঞ্জের আরোগ্য নার্সিংহোম, সল্টলেকের ডামা হাসপাতাল, সেবা হাসপাতাল, ভবানীপুরের মাইক্রোল্যাব (Microlab), উত্তরপাড়ার উইকেয়ার নার্সিংহোমের জরিমানা করা হয়েছে।
এর আগে রাজ্যের স্বাস্থ্য কমিশনের বিধি না মেনে অতিরিক্ত বিল করার জেরে আমরি হাসপাতালকে ৩টি মামলায় আড়াই লক্ষ টাকা জরিমান করা হয়েছিল। এই মামলার শুনানির শেষে স্বাস্থ্য কমিশন অতিরিক্ত বিলের অভিযোগে এই জরিমানা ধার্য করেছিল। অন্যদিকে চিকিৎসায় গাফিলতির কারণে আরও দুটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করা হয়েছিল।
প্রসঙ্গত, বাড়তি বিল থেকে চিকিৎসায় গাফিলতি, কোনও অভিযোগ জমা পড়লেই তা যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে রাজ্য স্বাস্থ্য কমিশন। কিছুদিন আগেই চিকিৎসায় গাফিলতির অভিযোগs খড়গপুরের নার্সিংহোমকে জরিমানা করা হয়েছিল। খড়গপুরের মাতৃ আশীষ নার্সিংহোমকে ৩ লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন। ২৭ জানুয়ারি রোগীর বাঁ হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছিল। রোগীর ডান হাতে ইঞ্জেকশন দেওয়ার পরই বিভ্রাট শুরু হয়। চিকিৎসা বিভ্রাটে রোগীর ডান হাতের কনুই পর্যন্ত বাদ দিতে হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ৩ লক্ষ টাকা জরিমানা করে স্বাস্থ্য কমিশন।
এর আগে শিলিগুড়ির এভালোন হাসপাতালকে জরিমানা করা হয়েছিল। ২ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করেছিল স্বাস্থ্য কমিশন। একই ওষুধের এক এক সময় এক এক রকম দাম নেওয়ার অভিযোগ ওঠে সেই হাসপাতালের বিরুদ্ধে। তাছাড়া কিছুদিন আগে বিধিভঙ্গ, অতিরিক্ত বিলের অভিযোগে কলকাতার চারটি বেসরকারি হাসপাতালকে জরিমানা করেছিল রাজ্য স্বাস্থ্য কমিশন। চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে মেডিকাকে (Medica) এক লক্ষ টাকা, বাঘাযতীনের আইরিস (IRIS) হাসপাতালকে এক লক্ষ টাকা জরিমানা করেছিল রাজ্য স্বাস্থ্য কমিশন। AMRI ঢাকুরিয়া এবং মুকুন্দপুর, দুটি হাসপাতালকে তিনটি পৃথক অভিযোগে ২ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চিকিৎসকের ফি বাবদও বাড়তি টাকা নেওয়ার অভিযোগ । এছাড়াও দার্জিলিংয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিককে সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল ।
আরও পড়ুন- স্বাস্থ্যসাথী কার্ডে রোগী ফেরানোর অভিযোগ, দুই হাসপাতালের জরিমানা
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )