Heart Attack : দুপুরে ঘুমোতে গেল, আর উঠল না, এবার হার্ট অ্যাটাকে শেষ ষোড়শী কন্যা?
এর আগে হার্টের অসুখের কোনও লক্ষণই ছিল না তার। ঘটনাটি ঘটেছে রবিবার। ঘুমোতে গিয়ে আর ওঠেনি মেয়েটি।

ইনদৌর : সারা বিশ্বে ক্রমাগতই বাড়ছে কমবয়সীদের মধ্যে হৃদরোগের প্রবণতা। সম্প্রতি কর্নাটকের হাসানে একের পর এক প্রাণ গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে। কারণ যাই হোক না কেন, বিভিন্ন পরিসংখ্যানই স্পষ্ট করছে , ভারতে কোভিড হানার পর থেকে তরুণদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়েছে। এবার হার্ট অ্যাটাক প্রাণ কাড়ল এক ষোড়শীর। এমনটাই সন্দেহ চিকিৎসকদের। অথচ এর আগে হার্টের অসুখের কোনও লক্ষণই ছিল না তার। ঘটনাটি ঘটেছে রবিবার। ঘুমোতে গিয়ে আর ওঠেনি মেয়েটি।
রবিবার বিকেলে মধ্যপ্রদেশের পারদেশিপুরায় বাড়িতে রহস্যজনক ভাবে উদ্ধার হয় ১৬ বছর বয়সী কিশোরীর মৃতদেহ। চিকিৎসকদের ধাকণা, ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তার। পুলিশ সূত্রে খবর, মৃতার নাম লাবণ্য জৈন। রবিবার ছুটির দিন। পড়াশোনার পর দুপুরের খাবার খেয়ে ঘুমোতে যায় সে। সেই ঘুম আর ভাঙেনি। বারবার ডাকাডাকিতে সাড়া মেলেনি তার। তারপর পরিবারের লোকজন দেখেন, আর প্রাণের স্পন্দন নেই শরীরে। সবেই দ্বাদশ শ্রেণি পাশ করেছে সে।
রবিবার দুপুরে ঘুমোতে যাওয়ার আগে কোনও অস্বস্তির কথা জানায়নি সে। পরিবারের সদস্যরা যখন তাকে জাগানোর চেষ্টা করেন, তখন আর কোনও সাড়া দেয়নি সে। দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের সদস্যরা জানান, সকালে লাবণ্য এক্কেবারে স্বাভাবিক ছিল। ঘুমাতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ার জন্য একটি রিলও বানান। পরিবারের সদস্যরা আরও জানান, তাদের মেয়ের হৃদরোগ সংক্রান্ত কোনও চিকিৎসার ইতিহাস ছিল না। পুলিশ তদন্ত শুরু করেছে । মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে।
কিছুদিন আগেই কর্নাটকের হাসান ও সংলগ্ন অঞ্চলে একের পর এক হার্ট অ্যাটাকে মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে যায়। কয়েক দিনের মধ্যে জনা ৪০ মানুষ হার্ট অ্যাটাকে মারা যান। তাঁদের অনেকেরই বয়স ছিল ৪০ এর নিচে। এই বিষয়টিই সবথেকে বেশি আলোড়ন ফেলে। আশঙ্কা করা হয়, তবে কি কোভিড ভ্যাকসিনের দরুণই এমন সমস্যা তৈরি হচ্ছে ? যদিও এই আশঙ্কা উড়িয়ে গবেষণার ফল সামনে আনে কেন্দ্র। সেখানে কোভিড ভ্যাকসিনকে সম্পূর্ণ সুরক্ষিতই দাবি করা হয়। অন্যদিকে চিকিৎসকদের অনেকেই মনে করছেন, কোভিড ভ্যাকসিন নয়, জীবনযাত্রাগত ত্রুটি, খাওয়া দাওয়ার অভ্যেস, বাড়তে থাকা স্ট্রেস, কম ঘুম, ইত্যাদিই বাড়াচ্ছে হার্টের অসুখ। তবে লাবণ্যর মৃত্যুর পিছনেও কি হার্ট অ্যাটাক? বলবে সময়।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )





















