এক্সপ্লোর
Health Tips : এই ৭ প্রাথমিক লক্ষণ বুঝিয়ে দেবে শরীরে সংক্রমণ হয়েছে কি না ?
Health News: সংক্রমণের প্রাথমিক লক্ষণ শরীরে সংক্রমণ জানাতে পারে 7 লক্ষণ
আপনার শরীরে ইনফেকশন হলে কীভাবে বুঝবেন ?
1/8

দেহের অনেক সংক্রমণ শুরুতে লুকনো থাকে, কারণ শরীর তাদের নিয়ন্ত্রণে রাখে । যা দেখে মানুষ পেনকিলার নিয়ে জ্বরও কমিয়ে দেয়, যার ফলে আসল সমস্যা থেকেই যায়। তাই শরীরের কম পরিবর্তনশীল লক্ষণগুলির প্রতি মনোযোগ দেওয়া জরুরি।
2/8

যদি আপনি বেশি ক্লান্তি, দুর্বলতা বা আলস্য অনুভব করেন, তবে এটি কেবল ঘুমের অভাব নাও হতে পারে। শরীর যখন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে, তখন শক্তির অভাব দেখা য়ায় ইমিউন সিস্টেমে। যে কারণে দুর্বলতা দেখা দেয় শরীরে। বিশ্রাম নেওয়ার পরেও যদি শক্তি ফিরে না আসে, তবে কোনও লুকানো সংক্রমণ আপনার শরীরে থাকতে পারে।
Published at : 22 Dec 2025 03:37 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















