History of Allergic Disorders: অ্যালার্জির সঙ্গে জড়িয়ে হার্টের সমস্যার ঝুঁকি, বলছে নয়া গবেষণা
Coronary Disease: অ্যালার্জি সংক্রমণ রয়েছে এমন কারও রক্তচাপজনিত সমস্যা এবং করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি অনেক বেশি। দাবি গবেষণায়।
![History of Allergic Disorders: অ্যালার্জির সঙ্গে জড়িয়ে হার্টের সমস্যার ঝুঁকি, বলছে নয়া গবেষণা History of Allergic disorders have an increased risk of blood pressure and coronary disease History of Allergic Disorders: অ্যালার্জির সঙ্গে জড়িয়ে হার্টের সমস্যার ঝুঁকি, বলছে নয়া গবেষণা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/31/c7aed06e30fa4b4dc29e54545540a14c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ওয়াশিংটন: অ্যালার্জি সংক্রমণ ( Allergic disorders) রয়েছে এমন কোনও ব্যক্তির ক্ষেত্রে রক্তচাপজনিত সমস্যা এবং করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি অনেক বেশি থাকে। এমনটাই দাবি করা হয়েছে একটি গবেষণায়।
কোথায় প্রকাশিত?
সোসাইটি অফ কার্ডিওলজি (Society of Cardiology)-নামের একটি পত্রিকায় গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। গবেষকদলের প্রধান ইয়াং গুয়ো (Yang Guo) বলেন, 'যাঁদের অ্যালার্জি সংক্রমণের সমস্যা রয়েছে। তাঁদের নিয়মিত রক্তচাপ ও করোনারি সংক্রান্ত স্বাস্থ্যের প্রতি নজর রাখতে হবে। নিয়মিত ডাক্তাররে থেকে পরামর্শ নিতে হবে।' এর আগেও অ্যালার্জি সংক্রমণ ও রক্তচাপজনিত সমস্যার সম্পর্ক নিয়ে গবেষণা হয়েছে। যদিও তা নিয়ে প্রশ্ন ছিল।
এবার সেই গবেষণায় ধোঁয়াশা কেটেছে বলে দাবি গবেষক দলের।
কী ভাবে হয়েছে গবেষণা?
ন্যাশনাল হেলথ ইন্টারভিউ সার্ভে (National Health Interview Survey)-এর ২০১২ সালের তথ্যের উপর নির্ভর করে হয়েছে গবেষণা। আমেরিকার বাসিন্দাদের স্বাস্থ্যের তথ্যের উপর গবেষণা করা হয়েছে। মোট ৩৪ হাজার ৪১৭ জনের উপর সমীক্ষা করা হয়েছে। যাঁদের মধ্যে অর্ধেক মহিলা। ওই অংশের মধ্যে দশ হাজার জন এমন ছিলেন যাঁদের অ্য়ালার্জি সংক্রান্ত সমস্যা ছিল।
গবেষণায় দাবি:
গবেষণার পর তথ্য উঠে এসেছে যে, যাঁদের ক্ষেত্রে অ্যালার্জি সংক্রমণের ইতিহাস রয়েছে। তাঁদের উচ্চ রক্তচাপ এবং করোনারি (coronary disease) হার্ট সংক্রান্ত সমস্যার ঝুঁকিও অনেকটাই বেড়ে যায়। যাঁদের বয়স ৪০ থেকে ৫৭ বছর এবং পুরুষ। তাঁদের সেই ঝুঁকি আরও বেশি বেড়ে যায় বলে জানাচ্ছেন গবেষকরা। সেই কারণেই অ্যালার্জি সংক্রমণের সমস্যা থাকলে বিপদ এড়াতে আগে থেকেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করার বার্তা দিয়েছেন গবেষকরা।
গবেষকদলের প্রধান ইয়াং গুয়ো (Yang Guo) জানাচ্ছেন, এই বিষয়টি নিয়ে আরও বেশি গবেষণার প্রয়োজন রয়েছে। তার ফলে চিকিৎসার ক্ষেত্রেও সুবিধে হবে।
আরও পড়ুন: 'কোন শিক্ষকের কলার ধরতে হবে, ধরে নেব' অধ্যাপককে হুমকি যাদবপুরের টিএমসিপি নেতার
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)