এক্সপ্লোর
Green Tea Side Effects: খালি পেটে গ্রীন টি খাওয়া কি উচিত ? অজান্তে শরীরের ক্ষতি হচ্ছে নাতো ? কাদের এড়িয়ে যাওয়াই ভাল
Green Tea Side Effects: গ্রীন টির ক্ষতিকারক দিকগুলি কী কী ? কাদের জন্য না খাওয়াই ভাল হবে

খালি পেটে গ্রীন টি খাওয়া কি উচিত ? অজান্তে শরীরের ক্ষতি হচ্ছে নাতো ? কাদের এড়িয়ে যাওয়াই ভাল
1/10

ঘুম থেকে উঠেই, খালি পেটে গ্রীন টি খাওয়াটা শরীরের জন্য ভাল নয়। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রভাব ফেলে।
2/10

এতে কিছু সমস্যা তৈরি হয়। আচমকা কেটে গেলে রক্ততঞ্চন হতে চায় না।এই চায়ের যৌগগুলি রক্তকে পাতলা রাখতে সাহায্য করে।
3/10

এদিকে খালি পেটে এই চা খেলে এই সমস্যা আরও বাড়ে। তাই এবিষয়গুলি মাথায় রেখে তারপর সিদ্ধান্ত নেবেন।
4/10

এখানেই শেষ নয়, খাবার থেকে আয়রণ নেওয়ার যে স্বাভাবিক পদ্ধতি, সেখানেও প্রভাব ফেলে এই গ্রীন টি।
5/10

এর ফলে শরীরে আয়রণের পরিমাণ কমে যায়। তাই গর্ভবতীদের এই চা খাওয়া থেকে দূরে থাকাই ভাল হবে।
6/10

পাশাপাশি গ্রীন টি আরও একটি সমস্যা তৈরি করে। মূলত গ্রীন টি ক্যাফিন থাকে। যা আমাদের অ্যাড্রিনালিন গ্ল্যান্ডকে উদ্দীপিত করে।
7/10

এর ফলে এই চা খেলে আমাদের অ্যাড্রিনালিন হরমোন ক্ষরণের ক্ষমতা বেড়ে যায়। যার ফলে আমাদের রক্তচাপ বেড়ে যেতে পারে।
8/10

যার দরুন, সরাসরি না হলেও, এর প্রভাব পড়তে পারে হৃদস্পন্দনেও। সমস্যা দেখা দিতে পারে।
9/10

আর ঘুম থেকে উঠে পেট একেবারে খালি থাকা অবস্থায় এই চা সরাসরি আমাদের শরীরে প্রভাব ফেলে।
10/10

ডিসক্লেমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
Published at : 22 Feb 2025 10:54 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
জেলার
খবর
Advertisement
ট্রেন্ডিং
