এক্সপ্লোর
Advertisement
ICMR issues new COVID guidelines: কাদের করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক? কাদের নয় ? নতুন গাইডলাইনপ্রকাশ আইসিএমআর-এর
COVID guidelines : করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এমন ৬0 বছরেরও বেশি বয়সী এবং কোমর্বিডিটি আছে, এমন মানুষরা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন।
নয়াদিল্লি : করোনা আক্রান্ত হওয়ার পর কতদিন নিভৃতবাস, কাকে কাকেই বা করোনা পরীক্ষা করাতেই হবে। এই সংক্রান্ত একটি সংশোধিত গাইড লাইনপ্রকাশ করল আইসিএমআর। Indian Council of Medical Research র প্রকাশিত একটি গাইডলাইনে অনেকগুলি নতুন নিয়ম রাখা হয়েছে। বদল আনা হয়েছে পুরনো নির্দেশে।
- আইসিএমআর গাইডলাইনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করাতে হবে না কোভিড টেস্ট’
- অতএব, এই পরিস্থিতিতে কাজে বা অন্য কোনও কারণে এক রাজ্য থেকে অন্য রাজ্যে বিনা টেস্টেই যাওয়া যাবে।
- তাছাড়া কারা কোভিড পরীক্ষা করাবেন, সেই নিয়ে নতুন নির্দেশ আইসিএমআর-এর। বলা হল, ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করাতে হবে না কোভিড টেস্ট’।
- এমনকী, সংক্রমিতদের সংস্পর্শে আপনি এসে থাকলেও করোনা পরীক্ষা করাতে হবে না। তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে এক ব্যতিক্রম আছে।
- যাঁরা বয়স্ক মানুষ, উপসর্গ আছে, কোমর্বিডিটি আছে, তাদের পরীক্ষা করিয়ে নিতে হবে সুরক্ষার জন্য।
- এমনকী কোভিড আক্রান্ত হাসপাতাল থেকে মুক্তির সময়ও টেস্ট করাতে হবে না।
- করোনা পরীক্ষা করাতেই হবে উপসর্গযুক্ত ব্যক্তিদের ( যাদের কাশি, জ্বর, গলা ব্যথা, স্বাদ এবং/অথবা গন্ধ অনুভূতি চলে যাওয়া, শ্বাসকষ্ট এবং/অথবা শ্বাসকষ্টের অন্যান্য উপসর্গ থাকা) কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে
- করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এমন ৬0 বছরেরও বেশি বয়সী এবং কোমর্বিডিটি আছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুস বা কিডনি রোগ, ম্যালিগন্যান্সি এবং স্থূলতায় ভোগেন, এমন মানুষরা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন।
- আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের পরীক্ষা করা প্রয়োজন। এছাড়াও ভারতের এয়ারপোর্টে বিদেশ থেকে এসে করোনা পরীক্ষা করা প্রয়োজন।
- উপসর্গ নেই, এমন রোগীদের অস্ত্রোপচার বা অন্য কারণে, গর্ভবতী মহিলা যিনি হাসপাতালে ভর্তি আছেন প্রসবের জন্য, তাদের পরীক্ষা করার দরকার নেই যদি না লক্ষণ থাকে।
সোমবারই কেন্দ্রের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রেখে এবার হোম আইসোলেনশনের নিয়ম বদল করে রাজ্য স্বাস্থ্য দফতর। রাজ্যের নতুন নির্দেশিকায় বলা হয়েছে, হোম আইসোলেনশন অথবা কোভিড কেয়ার সেন্টারে চিকিত্সাধীন মৃদু উপসর্গ থাকা করোনা রোগীদের ক্ষেত্রে পজিটিভ রিপোর্ট আসার পর ৭ দিন আইসোলেশনে থাকতে হবে। এর মধ্যে টানা তিন দিন জ্বর না এলে ৭ দিনেই আইসোলেশন শেষ হয়ে যাবে।
৭ দিন আইসোলেশনের পর উপসর্গহীনদের দ্বিতীয়বার পরীক্ষাও করাতে হবে না। মৃদু উপসর্গ ছাড়াও যাদের কোমর্বিডিটি রয়েছে, তাদের ক্ষেত্রে অক্সিজেনের সাহায্য ছাড়া পরপর ৩ দিন স্যাচুরেশনের মাত্রা ৯৩ শতাংশের বেশি হলে ৭ দিন পরই শেষ হয়ে যাবে আইসোলেশন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement