Omicron Rajasthan : ওমিক্রন মুক্তি, সুস্থ হয়ে বাড়ি ফিরলেন রাজস্থানের ৯ আক্রান্ত
9 Omicron patients test negative: গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ৪জনের একটি পরিবার জয়পুরে এসেছিল। আন্তর্জাতিক ভ্রমণ থেকে ফিরে আসা পরিবারটির সঙ্গে একই দিনে আদর্শ নগরে বসবাসকারী ৫ জনের দেখা হয়েছিল
জয়পুর : করোনভাইরাস (coronavirus) ওমিক্রন (omicron) ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়া ৯ জন অবশেষে বাড়ি ফিরলেন। বৃহস্পতিবার তাঁদের কোভিড রিপোর্ট (covid report) নেগেটিভ আসে। তারপর সরকারি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় দুজনকে। জানিয়েছেন রাজস্থানের স্বাস্থ্যমন্ত্রী পারসাদি লাল মীনা। তাঁদের রক্ত, সিটি স্ক্যান এবং অন্যান্য সমস্ত পরীক্ষার রিপোর্টও স্বাভাবিক এসেছে। এরপর তাদের এক সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সোওয়াই মানসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ সুধীর ভাণ্ডারী বলেন, বর্তমানে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে গবেষণা চলছে। "এই ভ্যারিয়েন্টটি দ্রুত ছড়াচ্ছে। তবে এটি ডেল্টার মতো মারাত্মক নয়," বলেন তিনি। ইতিমধ্যেই, রাজস্থানে আরও ৩৮ জন কোভিড - ১৯ পজিটিভ হয়েছেন। জয়পুরে সংক্রমণ সবথেকে বেশি। সেখানে নতুন ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে সক্রিয় COVID-19-এ আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬০ হয়েছে, হাসপাতাল সূত্রে খবর।
আরও পড়ুন -
সুস্থ দেশের প্রথম ওমিক্রন আক্রান্ত ব্যক্তি, আপাতত ৭ দিনের কোয়ারেন্টিনে
গত ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে ৪জনের একটি পরিবার জয়পুরে এসেছিল। আন্তর্জাতিক ভ্রমণ থেকে ফিরে আসা পরিবারটির সঙ্গে একই দিনে আদর্শ নগরে বসবাসকারী ৫ জনের দেখা হয়েছিল। এরপর ৫ ডিসেম্বর জানা যায়, করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন-এ আক্রান্ত এই ৯ জন। সাংবাদিকদের সোওয়াই মান সিংহ মেডিকেল কলেজের কর্ণধার ডাঃ সুধীর ভান্ডারি বলেন, 'আক্রান্ত সবার কোভিড রিপোর্ট নেগেটিভ আসে।দুবার তাঁদের করোনা পরীক্ষা করা হয়।' তিনি আরও বলেন, 'সবাই সম্পূর্ণ সুস্থ এবং হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।'
এই পরিবারের প্রধানের বয়স ৪৮ বছর। পরিবারে তাঁর ৩৮ বছর বয়সী স্ত্রী এবং ১২ ও ৭ বছর বয়সী দুই মেয়েও রয়েছে। সফর থেকে ফিরে আদর্শ নগরের বাসিন্দা আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করে পরিবারটি। এই পাঁচজন আত্মীয়ের মধ্যে একটি ১৬ বছর বয়সী মেয়ে এবং একজন ৭১ বছর বয়সী বৃদ্ধ রয়েছে। আফ্রিকা থেকে ফিরে আসা পরিবারটি কোভিডের শিকার হওয়ার পরে দেখা যায় ওমিক্রন ভেরিয়েন্টে সংক্রামিত হয়েছিলেন তাঁরা।
সমস্ত নমুনা পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি এবং এসএমএস মেডিকেল কলেজে পরীক্ষা করা হয়। পরে তাঁদের চিকিৎসার জন্য আরইউএইচএস হাসপাতালে আনা হয়। স্বাস্থ্যমন্ত্রী প্রসাদি লাল মীনা বলেছেন যে তিনি ওমিক্রনকে গুরুত্ব সহকারে নিচ্ছেন, কারণ মুখ্যমন্ত্রী অশোক গেহলট আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য RT-PCR বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )