Omicron Update : ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রনের হদিশ ! আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১
Omicron Update : সোমবার ভারতে নতুন করে ১৩৫ জন করোনার এই নতুন ভ্যারিয়েন্ট দ্বারা সংক্রমিত হন। সেটা এখনও পর্যন্ত এদেশে ওমিক্রনের সবথেকে বড় লাফ ।
নয়াদিল্লি : দেশের ২১টি রাজ্যে মিলেছে ওমিক্রন আক্রান্তের হদিশ। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২৮ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭৮১। দিল্লিতে সবথেকে বেশি ২৪৮ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬৭।
আরও পড়ুন :
বিশ্বজুড়ে করোনা আতঙ্ক ! রেকর্ড দৈনিক সংক্রমণ ব্রিটেন-আমেরিকায়, ঘায়েল বহু শিশু
এই পরিস্থিতিতে দুই টিকাকে ছাড়পত্র দিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া, DCGI। যে দুটি টিকা ছাড়পত্র পেয়েছে সেগুলি হল নোভাভ্যাক্স ও সেরাম ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে তৈরি কোভোভ্যাক্স এবং হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারী সংস্থা বায়োলজিক্যাল ই-র তৈরি করবেভ্যাক্স। বুস্টার ডোজ হিসেবে তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালও হয়েছে করবেভ্যাক্সের। বড়দের ক্ষেত্রে জরুরি পরিস্থিতিতে কোভোভ্যাক্স ও করবেভ্যাক্স, এই দুটি টিকা ব্যবহার করা যাবে বলে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে।
ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় এক লাফে প্রায় ৪৪ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩০২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৯৩।
অন্যদিকে , আমেরিকা থেকে ইউরোপ। বছর শেষে ফের চোখ রাঙাচ্ছে করোনা। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ব্রিটেনে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ। একদিনে আক্রান্ত ১ লক্ষ ২৯ হাজার ৪৭১ জন। করোনা আক্রান্ত পাঁচশোরও বেশি শিশু হাসপাতালে ভর্তি। এর পাশাপাশি, ব্রিটেনে উদ্বেগজনক হারে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। ফ্রান্সেও করোনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত প্রায় ১ লক্ষ ৮০ হাজার। সংক্রমণের হারে বিশ্বে শীর্ষস্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ডেনমার্ক। সে দেশে প্রতি ১০ হাজার জনে ১ হাজার ৬১২ জন করোনা আক্রান্ত। এর মধ্যে আমেরিকায় দৈনিক সংক্রমণ সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে আক্রান্ত ৫ লক্ষ ১২ হাজার ৫৫৩ জন।
পাশাপাশি, ওমিক্রন-উদ্বেগের কারণে গত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে আড়াই হাজারের বেশি উড়ান বাতিল হয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )