2 in 1 COVID-Flu Vaccine: ‘টু ইন ওয়ান’, এক টিকাতেই ফ্লু ও কোভিডের মোকাবিলা, নতুন করে প্রকোপের মধ্যেই মিলল সাফল্য
COVID-19 Vaccine: আমেরিকার সংস্থা Moderna নয়া ‘Two in One’ কোভিড টিকা বাজারে আনতে চলেছে।

নয়াদিল্লি: অতিমারিতে টিকার দু’টি ডোজ বাধ্যতামূলক করা হয়েছিল। পরবর্তীতে তার সঙ্গে জুড়েছিল বুস্টার ডোজের রক্ষাকবচ। কিন্তু শেষ হয়েও কার্যত শেষ হল না নোভেল করোনাভাইরাসের প্রকোপ। সম্প্রতি নতুন করে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে COVID-19-এর নয়া রূপ। এশিয়ার বিভিন্ন দেশে উত্তরোত্তর বেড়ে চলেছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে নয়া ‘Two in One’ টিকা পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য পেল। সাধারণ ফ্লু এবং কোভিড, দুইয়ের বিরুদ্ধেই ওই টিকা কার্যকর বলে জানা গিয়েছে। (2 in 1 COVID-Flu Vaccine)
আমেরিকার সংস্থা Moderna নয়া ‘Two in One’ কোভিড টিকা বাজারে আনতে চলেছে। পরীক্ষামূলক প্রয়োগর তৃতীয় ধাপে সাফল্যের সঙ্গে উতরে গিয়েছে নয়া ওই টিকা। বিশেষজ্ঞদের মতে, পৃথক ভাবে ফ্লু এবং কোভিডের দু’টি টিকা নেওয়ার থেকে ওই ‘Two in One’ টিকা অনেক বেশি কার্যকর। একবার নিলেই দু’টি রোগের বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ গড়ে উঠবে শরীরে। ‘Two in One’ টিকার ডোজ বাজারে বিক্রির জন্য ছাড়পত্রের অপেক্ষা করছে Moderna. (COVID-19 Vaccine)
গত ৭ মে ‘Two in One’ ওই টিকার পরীক্ষামূলক প্রয়োগের ফলাফল প্রকাশিত হয়েছে JAMA জার্নালে। বলা হয়েছে, ৫০ বছর এবং তার চেয়ে বেশি বয়সিদের দু’টি ভাগে ভাগ করে পরীক্ষা চালানো হয়। একটি অংশকে নয়া ‘Two in One’ টিকা দেওয়া হয়, অন্যদের পৃথক ভাবে দেওয়া হয় ফ্লুি এবং কোভিডর পুরনো টিকা। কার শরীরে কত অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কতদিন পর্যন্ত তা রোগ প্রতিরোধ করতে সক্ষম হচ্ছে, তা নিয়ে চলে গবেষণা। সেই পরীক্ষায় নতুন ‘Two in One’ টিকা সাফল্যের সঙ্গে উতরে গিয়েছে বলে জানিয়েছেন গবেষকরা।
‘Two in One’ ওই টিকার নাম আপাতত mRNA-1083 রাখা হয়েছে। আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা এখনও পর্যন্ত ছাড়পত্র না দিলেও, পরীক্ষার ফলাফল ইতিবাচক। আমেরিকার সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রত্যেক নাগরিককে বছরের একই সময় ফ্লু ও কোভিডের টিকা নেওয়ার সুপারিশ করেছে। কিন্তু সেক্ষেত্রে দু’টি পৃথক টিকা নিতে হয়। এই ‘মিশ্র টিকা’ অনেক বেশি কার্যকর হবে বলে মত ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার গবেষক পিটার চিন-হংয়ের।
মিশ্র টিকার এই ভাবনা অবশ্য নতুন নয়। mRNA-1083 নিয়ে আশাবাদী গবেষকরাও। তাঁরা জানিয়েছেন, মরশুমি ফ্লুর জন্য দায়ী Influenza A ও B ভাইরাস। বর্তমানে আমেরিকায় ফ্লু প্রতিরোধী যে টিকা রয়েছে, তা Influenza A ভাইরাস H1N1 এবং H3N2 ও Influenza B ভাইরাস থেকে রক্ষা করে। নতুন টিকায় এমন উপাদান যুক্ত করা হয়েছে, যা কোষকে গ্লাইকোপ্রোটিন তৈরির নির্দেশ দেবে, যা কোষের মধ্য়ে বাসা বাঁধা ভাইরাসকে চিহ্নিত করে তার বিরুদ্ধে লড়াই করবে। আর তার সঙ্গেই কোভিড প্রতিরোধী উপাদান যুক্ত করে mRNA-1083 মিশ্র টিকা তৈরি করা হয়েছে। যেভাবে লাগাতার চরিত্রবদল করছে COVID-১৯, তাতে এই টিকা অনেক বেশি ফলদায়ক হবে বলে আশা গবেষকদের।
গবেষণাপত্রে বলা হয়েছে, ৫০ থেকে ৬৪ এবং ৬৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স, তাঁদের উপর পরীক্ষামূলক প্রয়োগ চালানো হয় মিশ্র টিকার। পরীক্ষায় দেখা গিয়েছে, mRna-1083 চারটি ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এবং কোভিডের ওমিক্রন রূপের সাব ভ্য়ারিয়েন্ট XBB.1.5-এর বিরুদ্ধে কার্যকর। যে বয়সের মানুষের ঝুঁকি বেশি, তাঁদের নিয়েই পরীক্ষা চালানো হয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে জ্বর, ক্লান্তি দেখা গিয়েছে। তবে গুরুতর কিছু পাওয়া যায়নি। প্রাথমিকরিপোর্টের ভিত্তিতে ২০২৪ সালেই এই মিশ্র টিকার জন্য ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল Moderna. সেই সময় আরও তথ্য চেয়েছিল আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা। আপাতত ২০২৬ সালে বাজারে টিকা আনার পরিকল্পনা রয়েছে Moderna-র। তবে আমেরিকার বর্তমান ডোনাল্ড ট্রাম্প সরকার কতদিনে অনুমোদন দেবে, তা নিয়ে অনিশ্চয়তাও রয়েছে।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















