Holi 2022: সহজ এই পদ্ধতিগুলোতেই পোশাক থেকে হোলির রং তোলা যাবে
রং খেলার পর ত্বক কিংবা চুল থেকে রং তোলার জন্য যে কসরত করতে হয়, তার থেকে অনেক বেশি কঠিন পোশাক থেকে হোলির রং তোলা। বিশেষজ্ঞদের মতে, সহজ কয়েকটা পদ্ধতি মানলেই পোশাক থেকে খুব সহজেই তুলে ফেলা যায় হোলির রং।
কলকাতা: 'খেলব হোলি রং দেব না তাই কখনও হয়!'। আজ সারাদেশ জুড়ে রঙের উৎসব (Holi 2022) পালন করা হচ্ছে। আম আদমি থেকে তারকারা প্রত্যেকে রঙের উৎসবে আজ রঙিন। প্রিয়জনদের সঙ্গে আপনিও হোলি খেলছেন। কিন্তু রং খেলার পর ত্বক কিংবা চুল থেকে রং তোলার জন্য যে কসরত করতে হয়, তার থেকে অনেক বেশি কঠিন পোশাক থেকে হোলির রং তোলা। হোলিতে রং খেলার পর দীর্ঘদিন ধরে রং থেকে যায় পোশাকে। কিন্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সহজ কয়েকটা পদ্ধতি মানলেই পোশাক থেকে খুব সহজেই তুলে ফেলা যায় হোলির রং।
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দুই থেকে তিন লিটার জলে অর্ধেক কাপ সাদা ভিনিগার এবং ১ চামক কাপড় কাচার সাবান মিশিয়ে তাতে রং খেলার পোশাক ভিজিয়ে রাখুন। দ্রুত আপনার পোশাক থেকে রং উঠে যাবে। ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরই ফের জল দিয়ে ভালো করে পোশাক ধুয়ে নিন।
২. লেবুর রস দিয়ে খুব সহজেই পোশাকে লেগে থাকা রং তুলে ফেলা যায়। লেবুর রসে পোশাক মিনিট পনেরো ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে ভালো করে ঘষে নিন। আর সাধারণ পদ্ধতিতে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন - Holi 2022: 'হোলি হ্যায়', রঙের উৎসবে যে বার্তা পাঠাবেন প্রিয়জনদের
৩. রং খেলার পর দ্রুত ঠান্ডা জলে পোশাক ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাঁদের মত, রং লেগে থাকা পোশাক দীর্ঘক্ষণ পড়ে থাকলে রং পোশাকে বসে যেতে পারে। তার প্রথমেই দ্রুত ঠান্ডা জলে ভিজিয়ে দিন পোশাক। প্রথম স্তরের রং জল দিয়েই উঠে যাবে। এরপর নন- ক্লোরিন ব্লিচ দিয়ে তুলে ফেলতে পারেন।
প্রসঙ্গত, সিনেমার পর্দায় আমরা নানা সময় দেখে থাকি, সেখানে হোলি খেলার সময় প্রত্যেকে সাদা পোশাক পরে আসেন। এছাড়াও বাস্তবেও বহু জায়গায় হোলির জন্য ড্রেসকোড হিসেবে সাদা রং নির্দিষ্ট করে দেওয়া হয়। এর আসল কারণ কী? কেনই বা রঙের উৎসবে সাদা রঙের পোশাক পরার রেওয়াজ চলে আসছে? বিশেষজ্ঞদের মত, সাদা পোশাক পরলে শরীরও সুস্থ থাকে। ঠান্ডা থাকে। উৎসবে মেতে উঠলেও স্বাস্থ্যের কথাও মনে রাখা দরকার। যেহেতু, হোলি এমন একটা সময় উদযাপন করা হয়, যখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ঠান্ডা কেটে গিয়ে গরমকাল পড়তে শুরু করছে। এই সময় অনেকেরই নানারকম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। রোদের মধ্যেও হোলি খেললে সাদা পোশাক শরীরকে ঠান্ডা রাখে। এছাড়াও তাঁদের মতে, সাদা পোশাক পরলে যেকোনও রংই পোশাকে ভালো ফোটে। তাই অন্যান্য রংকে সম্মান জানিয়ে রঙের উৎসবে সাদা পোশাক পরা হয়।