(Source: Poll of Polls)
Holi 2022: হোলিতে সাদা পোশাক কেন পরা হয়? কী এর আসল কারণ?
বহু জায়গায় হোলির (Holi 2022) জন্য ড্রেসকোড হিসেবে সাদা রং নির্দিষ্ট করে দেওয়া হয়। এর আসল কারণ কী? কেনই বা রঙের উৎসবে সাদা রঙের পোশাক পরার রেওয়াজ চলে আসছে?
কলকাতা: ছবির পর্দায় হোক কিংবা বাস্তব জীবনে। হোলির (Holi 2022) দিন সাদা পোশাক পরার রেওয়াজ চলে আসছে দীর্ঘদিন ধরে। সিনেমার পর্দায় আমরা নানা সময় দেখে থাকি, সেখানে হোলি খেলার সময় প্রত্যেকে সাদা পোশাক পরে আসেন। এছাড়াও বাস্তবেও বহু জায়গায় হোলির জন্য ড্রেসকোড হিসেবে সাদা রং নির্দিষ্ট করে দেওয়া হয়। এর আসল কারণ কী? কেনই বা রঙের উৎসবে সাদা রঙের পোশাক পরার রেওয়াজ চলে আসছে?
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সাদা রং শান্তির প্রতীক। রঙের উৎসবে শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য সাদা রঙের পোশাক পরার রেওয়াজ চলে আসছে। তাঁরা জানাচ্ছেন, যেকোনও উৎসবের মতোই হোলিও নির্দিষ্ট কোনও সংস্কৃতির উৎসব নয়। বরং যেকোনও ভেদাভেদ ভুলে, হিংসা ভুলে, শত্রুতা ভুলে মানবিক হয়ে ওঠার জন্য একে অপরের সঙ্গে উৎসবে সামিল হওয়ার দিন। তাঁরা জানাচ্ছেন, হোলির দিন যেকোনও ধর্ম-বর্ণের মানুষই যদি সাদা পোশাক বেছে নেন। তাহলে কোনও ভেদাভেদই চোখে পড়বে না। আর সেই সাদা পোশাক যেকোনও রঙে রাঙিয়ে উঠতে পারে। অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির হাত আরও মজবুত করে তোলার জন্যই শান্তির প্রতীক হিসেবে সাদা রঙের পোশাক বেছে নেওয়া হয় এই দিনে।
আরও পড়ুন - Holi 2022: রঙের উৎসব হবে আরও জমজমাট, সঙ্গে যদি থাকে ঠান্ডাই
বিভিন্ন বিশেষজ্ঞদের মত, সাদা পোশাক পরলে শরীরও সুস্থ থাকে। ঠান্ডা থাকে। উৎসবে মেতে উঠলেও স্বাস্থ্যের কথাও মনে রাখা দরকার। যেহেতু, হোলি এমন একটা সময় উদযাপন করা হয়, যখন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। ঠান্ডা কেটে গিয়ে গরমকাল পড়তে শুরু করছে। এই সময় অনেকেরই নানারকম শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। রোদের মধ্যেও হোলি খেললে সাদা পোশাক শরীরকে ঠান্ডা রাখে। এছাড়াও তাঁদের মতে, সাদা পোশাক পরলে যেকোনও রংই পোশাকে ভালো ফোটে। তাই অন্যান্য রংকে সম্মান জানিয়ে রঙের উৎসবে সাদা পোশাক পরা হয়।