ব্রনর দাগ দূর করার ঘরোয়া উপায়
সুন্দর ত্বক নিমেষে নষ্ট করে দিতে পারে ব্রন দাগ। প্রভাব পড়ে সৌন্দর্যেও। বহু মানুষই ব্রন দাগ নির্মূল না হওয়ার কারণে হতাশায় ভোগেন। ঘরোয়া উপায়ের মাধ্যমে ব্রন কিংবা অ্যাকনের দাগ দূর করতে পারবেন-
কলকাতা: বিশেষজ্ঞদের মতে, নানা কারণে ত্বকে ব্রন (Pimple) কিংবা অ্যাকনের মতো সমস্যা দেখা দেয়। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা দেখা দিতে পারে বলে মত তাঁদের। কিন্তু একবার যদি ত্বকে ব্রন দেখ দেয়, তাহলে বহু ক্ষেত্রেই তার দাগ ত্বকে থেকে যায়। সুন্দর ত্বক নিমেষে নষ্ট করে দিতে পারে ব্রন দাগ। প্রভাব পড়ে সৌন্দর্যেও। বহু মানুষই ব্রন দাগ নির্মূল না হওয়ার কারণে হতাশায় ভোগেন। বিশেষজ্ঞরা তাই ঘরোয়া উপায় জানাচ্ছেন, যার মাধ্যমে ব্রন কিংবা অ্যাকনের দাগ দূর করতে পারবেন-
১. বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ত্বকের জন্য দারুণ উপকারী কমলালেবু। কমলালেবু খেলে যেমন শরীরের উন্নতি হয়, তেমনই কমলালেবুর খোসাও ততটা উপকারী। ব্রন দাগ দূর করার জন্য এক চামচ কমলালেবুর খোসার গুঁড়োর সঙ্গে এক চামচ মধু মিশিয়ে ত্বকে ব্যবহার করতে হবে। ১০ থেকে ১৫ মিনিয় পরে শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে ধুয়ে ফেলতে হবে।
২. নারকেল তেলও দারুণ উপকারী ত্বকের জন্য। এক চামচ নারকেল তেল ত্বকে ব্যবহার করে হালকা হাতে ম্যাসেজ করুন। সারারাত রেখে সকালে জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। নিজেই তফাৎটা টের পাবেন। নিয়মিত ব্যবহার করলে ব্রন দাগ দূর হয় বলে মত বিশেষজ্ঞদের।
৩. এক চামচ বেসনের সঙ্গে গোলাপ জল এবং কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করুন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ব্রন অ্যাকনের দাগ দূর হয়।
এছাড়াও টি ট্রি অয়েল, অ্যাপেল সিডার ভিনিগার, অ্যালোভেরা, লেবুর রস প্রভৃতি ত্বকে ব্যবহার করলেও ব্রন অ্যাকনের দাগের হাত থেকে মুক্তি পাওয়া যায় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।