Lip Care: শীতে ঠোঁট ফাটার সমস্য়ায় জেরবার? ঘরোয়া টোটকাতেই সমস্য়ার সমাধান
Healthy Lifestyle: ঠোঁটের যত্নে বানিয়ে নিতে পারেন একাধিক ঘরোয়া প্য়াক।
কলকাতা: ডিসেম্বর (December) মাস পড়ে গেছে, আর গোটা রাজ্য়জুড়ে শুরু হয়ে গেছে শীতের (Winter) ঝোড়ো ব্য়াটিং। এইকদিন প্রচণ্ড গরম থেকে স্বস্তি পাওয়া গেলেও বাতাসে আর্দ্রতার পরিমাণও কমতে থাকে। আর সেই কারণেই ত্বক শুষ্ক হতে শুরু করে। ফলে এইসময়ে অনেকেই ঠোঁট ফাটার সমস্য়ায় ভোগেন। তবে মাত্র কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই হবে এই সমস্য়ার সমাধান। সেগুলি কী কী? আজ আলোচনা করব সে কথাই।
শীতে অনেক কারণে ঠোঁট শুষ্ক হতে পারে। তাই ঠোঁটের যত্নে বেছে নিতে হবে পুষ্টিসমৃদ্ধ লিপ বাম। শুষ্ক ঠোঁটের জন্য সবচেয়ে ভালো শিয়া বাটার, নারকেল তেল, কোকো বাটার, হায়ালুরনিক অ্যাসিড আছে—এমন লিপ বাম। এ ছাড়া ঠোঁটের যত্নে (Lip Care) উপকারী হতে পারে ভ্যাসলিনও।
আরও পড়ুন...
শীতের আমেজে চটজলদি সুস্বাদু কিছু বানাতে চাইছেন ? এই খাবারগুলি দেখতে পারেন
ঠোঁটের সুরক্ষায় ঘরোয়া যত্নআত্তিও উপকার বয়ে আনবে। ঘরোয়া উপায়ে ঠোঁটের প্যাক বানিয়ে নিতে পারেন। এসব প্যাক ব্যবহারে ঠোঁট সতেজ ও সুন্দর রাখা যায়। সপ্তাহে এক দিন এক চা চামচ করে মধু ও চিনি মিশিয়ে ঠোঁটে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর ভেজা কাপড় দিয়ে আস্তে আস্তে ঘষে তুলে ফেলুন। ঠোঁটের মরা চামড়া দূর হবে। ঠোঁট কোমল ও মসৃণ হবে।
সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে আমরা আমাদের মুখ ও শরীরের ত্বকে সানস্ক্রিন ব্যবহার করি। কিন্তু বাদ পড়ে যায় ঠোঁট। অথচ এই অতিবেগুনি রশ্মি ঠোঁটের ত্বকের জন্যও অনেক বেশি ক্ষতিকর। তাই বাইরে বের হওয়ার আগে এসপিএফযুক্ত লিপ বাম ব্যবহার করতে হবে।
এসবের পাশাপাশি জানা উচিত যে ধূমপান করলে শরীর জলশূন্য হয়ে পড়ে। ফলে ঠোঁট শুষ্ক হয়ে যায়। এ ছাড়া ধূমপান ঠোঁটের কালচে ভাব ও হাইপারপিগমেন্টেশনের জন্য অনেক বেশি দায়ী। তাই সুন্দর ঠোঁট পেতে হলে ধূমপান থেকে বিরত থাকতে হবে।
অনেকেরই কথায় কথায় দাঁত দিয়ে ঠোঁট কামড়ানোর অভ্যাস থাকে৷ দাঁত দিয়ে ঠোঁটের কিউটিকলস তুলে ফেলারও বদঅভ্যাস থাকে৷ সবার আগে এই অভ্যাস ছাড়তে হবে ৷ নয়তো কোনও যত্নই কাজে আসবে না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।