এক্সপ্লোর
Advertisement
Hug Day 2022: আজ আলিঙ্গনের দিন, হাজার ব্যস্ততাতেও প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভুলবেন না
সে কাছেই থাক বা দূরে, ছোট্ট সুন্দর মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেলুন। কিন্তু মেসেজে কী লিখবেন বুঝতে পারছেন না? রইল কয়েকটি উদাহরণ। নিজের মনের ইচ্ছে প্রকাশ করে উইশ করে ফেলুন কাছের মানুষটিকে।
কলকাতা: ভালবাসার সপ্তাহ চলছে। প্রপোজ ডে, প্রমিস ডে, টেডি ডে শেষ করে এবার হাগ ডে উদযাপনের পালা। তবে শুধু সঙ্গী নয়, আলিঙ্গনের শুভেচ্ছাবার্তা পাঠাতে পারেন যেকোনও ভালবাসার মানুষকেই। সে কাছেই থাক বা দূরে, ছোট্ট সুন্দর মেসেজ পাঠিয়ে শুভেচ্ছা জানিয়ে ফেলুন। কিন্তু মেসেজে কী লিখবেন বুঝতে পারছেন না? রইল কয়েকটি উদাহরণ। নিজের মনের ইচ্ছে প্রকাশ করে উইশ করে ফেলুন কাছের মানুষটিকে।
- একটি মায়ের হাগ, একটি পিতার হাগ,বন্ধুর হাগ বা অংশীদারের হাগ; এগুলি সমস্ত আলাদা কারণ তাদের অর্থ আলাদা। এবং আমার জন্য তুমি বিশেষ। খুশি হাগ দিন!
- তোমার হাগ হ’ল এমন জ্বালানী, যা আমার দেহটিকে প্রতিদিন কাজ করার জন্য প্রয়োজন। আমি তোমায় ভালোবাসি!
- আমাকে শক্ত করে জড়িয়ে ধরো এবং আমাকে কথা দাও তুমি আমাকে কখনও ছাড়বে না। তোমাকে সারা জীবন জড়িয়ে ধরে রাখব। কথা দিলাম
- আমার হৃদয় এবং আত্মা তোমার ভালবাসার জন্য আকুল। আমাকে শক্ত করে ধরে রাখার জন্য আমি যা চাইছি। আমি তোমায় ভালোবাসি
- তুমি একটি বাক্সে ভালবাসা জড়িয়ে রাখতে পারবেন না। তবে তুমি অবশ্যই তোমার ভালবাসাকে বাহুতে জড়িয়ে রাখতে পারেন। এটি একটি হাগের সৌন্দর্য। শুভ হাগ দিবস সুন্দর!
- আসো সমস্ত পার্থক্য ভুলে। একটি নতুন জীবন শুরু করি। আমি তোমাকে ভালবাসি,
বিশেষ হাগ দিবসে - একটি হাগ আমার সমস্ত ভয় দূর করতে পারে এবং তোমার প্রতি আমার ভালবাসা এবং স্নেহ প্রদর্শন করতে পারে।
- তুমি যখন আমার সঙ্গে থাকবে না। তখন তোমাকে জড়িয়ে ধরার স্মৃতি থাকবে। এটি আমার মুখে হাসি নিয়ে আসে। তোমাকে ভালোবাসি।
- কখনও কখনও কোনও কারণ ছাড়াই হঠাৎ আলিঙ্গন করা, কারুর জীবন বদলে দিতে পারে। হ্যাপি হাগ ডে।
- অনেক ভালবাসা ও যত্ন দিয়ে তোমায় জানাই হাগ ডে-এর শুভেচ্ছা। সারাজীবন এভাবেই আমার পাশে থেকো। হ্যাপি হাগ ডে
লাইফস্টাইল-এর (Lifestyle) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement