Hydrogel: মাত্র ৪ ঘণ্টায় ৯০ শতাংশ ক্ষত সারাবে এই 'জেল', নয়া আবিষ্কারে উন্মাদনা চিকিৎসা-দুনিয়ায়
Hydrogel Features: প্রতিদিনের ব্যবহার্য পণ্যের মধ্যেই পড়ে এই ধরনের জেল। আমাদের মানুষের ত্বক নমনীয়, টেকসই এবং এর মতই এই জেলও নিজেকে খুব দ্রুত সারিয়ে নিতে পারে।

কলকাতা: বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার ! এমন একটা জেল আবিষ্কার করলেন গবেষকরা যা ক্ষতের উপর লাগালে ৪ ঘণ্টার মধ্যেই ৯০ শতাংশ আঘাত সেরে যাবে। ধীরে ধীরে তৈরি হবে নতুন ত্বকের আস্তরণ। অল্টো বিশ্ববিদ্যালয় এবং বেরুথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একত্রে এমন এক সেলফ হিলিং হাইড্রোজেল আবিষ্কার করেছেন যে যা একেবারে মানুষের ত্বকের মত আচরণ করে বা বলা ভাল মানুষের ত্বকের অনুকরণ করে। এই কৃত্রিম মানব ত্বক মাত্র ৪ ঘণ্টার মধ্যেই নিজেকে আবার সারিয়ে নিতে পারে এবং আগের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে। ২৪ ঘণ্টার মধ্যেই সারিয়ে নিতে পারবে ক্ষত। আর এর মাধ্যমেই ক্ষত নিরাময়, রিজেনারেটিভ মেডিসিন এবং আর্টিফিশিয়াল স্কিন টেকনোলজির জগতে বড় বিপ্লব ঘটবে আগামী দিনে।
প্রতিদিনের ব্যবহার্য পণ্যের মধ্যেই পড়ে এই ধরনের জেল। চুলের ট্রিটমেন্ট হোক বা খাবারের টেক্সচার আনাই হোক, জেল তো লাগেই সর্বত্র। আমাদের মানুষের ত্বক নমনীয়, টেকসই এবং এর মতই এই জেলও নিজেকে খুব দ্রুত সারিয়ে নিতে পারে। মানুষের শরীরে যেমন রিকভারির ক্ষমতা এবং নমনীয়তা রয়েছে, এই হাইড্রোজেলেও একই নমুনা রয়েছে। এই সমস্যার সমাধান হয়েছে ন্যানোশিট এনহান্সড পলিমার এনট্যাঙ্গলমেন্টের মাধ্যমে।
৭ মার্চ এই অনবদ্য আবিষ্কারের ঘটনাটি প্রকাশ পায় বিখ্যাত জার্নাল নেচার মেটিরিয়ালিসের পাতায়। গবেষকরা একটি হাইড্রোজেলকে বড় বড় মাপের ক্লে ন্যানোশিটের সাহায্যে আলট্রা-থিন বৈশিষ্ট্য এনে দিয়েছেন। এই হাইড্রোজেল সাধারণত নরম হয় এবং এই নতুন উপাদানটি অত্যন্ত সুগঠিত যেখানে ন্যানোশিটগুলির মধ্যে পলিমার এনট্যাঙ্গল হয়ে আছে। এর কারণেই হাইড্রোজেলের শক্তি বাড়ে এবং তা ক্ষত সারাতে সহায়তা করে।
এই সেলফ হিলিং হাইড্রোজেল সাধারণত ক্ষত নিরাময়, ড্রাগ ডেলিভারি, সফট রোবোটিকস, প্রস্থেটিক্সে কাজে লাগতে পারে আগামী দিনে। চিকিৎসা প্রক্রিয়া আরও উন্নত করার জন্য এই হাইড্রোজেলের দ্রুত ক্ষত নিরাময় ক্ষমতাকে কাজে লাগানো হতে পারে বলে জানিয়েছেন গবেষকরা। আগুনে পুড়ে যাওয়া রোগী, অস্ত্রোপচারের রোগীদের দ্রুত ক্ষত থেকে রিকভারি এনে দেবে এই হাইড্রোজেল।
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )






















