International Mother's Day 2024: মাতৃদিবসে হাসি ফুটুক মায়ের মুখে, দিন এই বিশেষ উপহার
International Mother's Day 2024 Gift Ideas: আন্তর্জাতিক মাতৃদিবস ১২ মে। এই দিন মাকে এই বিশেষ উপহারগুলির একটি দিয়ে তাঁর মুখে হাসি ফোটাতে পারেন।
International Mother's Day 2024 Gift Ideas: আন্তর্জাতিক মাতৃদিবস ১২ মে। মায়েদের দিয়েই দিন শুরু আমাদের। রোজকার ছোটখাট সমস্যা থেকে বড়সড় সমস্যার সমাধান আমাদের মায়েরাই। তাই মায়েদের উৎসর্গ একটি দিনের উদযাপন। আর সেই বিশেষ দিনটির নাম আন্তর্জাতিক মাতৃদিবস। মাতৃদিবসে মাকে খুশি করতে একটি উপহার দেওয়াই যায়। কিন্তু কী উপহার দেবেন ভাবছেন ? এখান থেকে বেছে নিতে পারৈন একটি উপহার। হতেই পারে সেটি আপনার মায়ের খুব পছন্দ।
মাতৃদিবসের উপহার
শাড়ি - শাড়ি পরতে কমবেশি সব মহিলারাই ভালবাসেন। মাতৃদিবসে মাকে শাড়ি উপহার দিলে তিনি খুশি হবেনই। তাই বাজেটমতো একটি শাড়ি কিনে নিতে পারেন তাঁর জন্য।
স্বচ্ছন্দের ঘরোয়া পোশাক - গরমের সময় ঘরের মধ্যে মহিলাদের যথেষ্ট অস্বস্তিতে ভুগতে হয়। তাই স্বচ্ছন্দের ঘরোয়া পোশাক কিনে দিতে পারেন। নাইট গাউন, নাইটির মতো পোশাকগুলি এখন জনপ্রিয় ও স্বস্তিদায়ক অনেকের কাছে।
বই - অবসরে মা বই, ম্যাগাজিন, খবরের কাগজে ডুবে থাকেন? তাহলে তাঁর প্রিয় লেখক-লেখিকার বই কিনে উপহার দিতে পারেন।
গয়না - শুক্রবার ছিল অক্ষয়তৃতীয়া গেল। মায়ের জন্য গয়না কিনে থাকলে মাতৃদিবসের দিন তাঁকে উপহার দিতে পারেন। পছন্দের গয়নাটি পেয়ে খুশি হবেন তিনি।
রান্নার সরঞ্জাম - রান্না করতে ভালবাসেন মা ? তাহলে মাতৃদিবসে রান্নার সরঞ্জাম কিনে দিতে পারেন। উপযুক্ত সরঞ্জামের অভাবে অনেক মাকেই বেশি খাটতে হয়। সেই খাটনি অন্তত কমবে।
প্রসাধনী দ্রব্য - মায়ের সুন্দর সাজ সবসময় সন্তানের চোখ কাড়ে। তাই মাতৃদিবসে মায়ের সাজের ইচ্ছে পূরণ করতে পারেন। তাঁর প্রসাধনীর সরঞ্জামের মধ্যে যেটি নেই বা যা থাকলে ভাল হয়, সেটি কিনে দিন।
ঘর সাজানোর জিনিস - গোটা বাড়িই মা নিজের ইচ্ছেমতো সাজান ? তাহলে তাঁকে একটি ঘর সাজানোর জিনিস কিনে দিতে পারেন। এটিও তাঁর সাজানোর গুণে ঘরের শোভা বাড়িয়ে তুলবে। প্রয়োজনে মায়ের থেকে জেনে নিতে পারেন, কোন ধরনের জিনিস ঘর সাজানোর জন্য তাঁর পছন্দ।
পুজোর সরঞ্জাম - বাড়ির পুজো-আচ্চা মা সামলান ? তাহলে পুজোর সরঞ্জাম কিনে দিতে পারেন তাঁকে। এতে খুশিই হবেন তিনি। দরকারে জেনে নিতে পারেন কোন সরঞ্জামটি প্রয়োজন। তাহলে প্রয়োজন বুঝে কিনতে সুবিধা হবে।
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন - Mango Buying Tips: কার্বাইডে পাকা আমের সঙ্গে গাছপাকা আমের তফাত কোথায় ? বুঝবেন কীভাবে ?