Jio Recharge Plan Hike: ট্যারিফ বাড়ানোর পরে দুটি প্ল্যান সরিয়ে দিল Jio, আপনি ব্যবহার করতেন প্ল্যান দুটি ?
Jio Trashed Rs 149 and 179 Plans: ট্যারিফ বাড়ানোর পর দুটো প্ল্যান এবার তালিকা থেকে সরাল জিও। এই দুটি প্ল্যানের বদলে এখন রিচার্জ করতে হবে অন্য একটি প্ল্যান।
Jio Trashed Rs 149 and 179 Plans: সবজি থেকে নানা জিনিসের মূল্য়বৃদ্ধির পর বেড়ে গিয়েছে রিচার্জ প্ল্যানের দামও। এই অবস্থায় ফের জিও গ্রাহকরা বড় ধাক্কা খেলেন। রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর দুটি প্ল্যান রেখে দিয়েছিল জিও। সেই দুটি প্ল্যানের দাম অপরিবর্তিত ছিল। কমানো হয়েছিল শুধুমাত্র তাদের ভ্যালিডিটি। এবার প্ল্যান দুটি একেবারেই বন্ধ করে দেওয়া হল (Jio Recharge Plan Hike)। বর্তমানে ওই দুটি প্ল্যানের বদলে দাম বাড়িয়ে একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে জিও। সেই প্ল্যানটিই এবার থেকে গ্রাহকদের রিচার্জ করতে হবে।
কোন কোন প্ল্যান বাতিল করা হল ?
জিও-র নতুন রিচার্জ প্ল্যানের তালিকায় ১৪৯ টাকা ও ১৭৯ টাকার দুটি প্ল্যান ছিল। টেলিকম টকের দাবি অনুযায়ী, সেই প্ল্যান দুটি এবার বাতিল করে দেওয়া হল। এই প্ল্যান দুটি নতুন রিচার্জ প্ল্যানের তালিকায় ছিল। কিন্তু বর্তমানে সেগুলি একেবারেই বাতিল করল জিও। এর ফলে ফের সমস্যার মুখে পড়তে হল জিও গ্রাহকদের। কারণ জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে এই দুটি প্ল্যানও থাকত। অর্থাৎ জিও গ্রাহকদের পছন্দের তালিকায় ছিল এই প্ল্যান দুটি।
কী কী সুবিধা পাওয়া যেত এই প্ল্যান দুটিতে ?
১৪৯ টাকার প্ল্যানের সুবিধা - ২০ দিনের ভ্যালিডিটি, প্রতি দিন ১ জিবি করে ডেটা, নেট শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিড, আনলিমিটেড ভয়েস কল, প্রতি দিন ১০০টা করে এসএমএস।
১৭৯ টাকার প্ল্যানের সুবিধা - এই প্ল্যানে ২৪ দিনের ভ্যালিডিটি, প্রতি দিন ১ জিবি করে ডেটা, নেট শেষ হয়ে গেলে ৬৪ কেবিপিএস স্পিড, আনলিমিটেড ভয়েস কল, প্রতি দিন ১০০টা করে এসএমএস।
বর্তমানে কত টাকার প্ল্যান আনা হল ?
জিও নতুন যে প্ল্যানটি এগুলির বদলে এনেছে, তাতে সুবিধা অনেকটাই কম। নয়া প্ল্যানটির দাম ১৮৯ টাকা। যাতে ডেটা মাত্র ২ জিবি। আর কী কী সুবিধা রয়েছে জেনে নেওয়া যাক।
১৮৯ টাকার প্ল্যানের সুবিধা - ২৮ দিনের ভ্যালিডিটি। মোট ২ জিবি ডেটা। শেষ হলে ৬৪ কেবিপিএস স্পিড। মাসে ৩০০টি এসএমএস। এর সঙ্গে থাকবে তিনটি জিও অ্যাপের সাবস্ক্রিপশন।
আগের থেকে কতটা বাড়ল ?
১৮৯ টাকার এই প্ল্যানটির আগের দাম ছিল ১৫৫ টাকা। অর্থাৎ সেই হিসেবে দাম বেড়েছে ২২ শতাংশ। ফলে ফের পকেটে টান পড়তে চলেছে জিও গ্রাহকদের।
আরও পড়ুন - ট্যারিফ বাড়ার পর অন্যদের তুলনায় BSNL প্ল্যানগুলি আদৌ সাশ্রয়ী ? দেখুন বিশদে
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।