Viral News: প্রবল শ্বাসকষ্ট, ডাক্তারের কাছে যেতেই ফুসফুসে মিলল আরশোলার বাসা ! তার পর…
Cockroach In Lungs In Kerala: প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল ৫৫ বছরের এক ব্যক্তির। সেই নিয়ে হাসপাতালে যেতেই দেখা গেল ফুসফুসে রয়েছে আরশোলা। তার পর কী হল ?
কলকাতা: শীতকালে এমনিই সংক্রমণের আশঙ্কা বেশি। তার উপর সিজন চেঞ্জের সময় একটু ঠান্ডা লাগার ধাত থাকে। আর এসব থেকেই সর্দি কাশি, শ্বাসকষ্ট হওয়ার আশঙ্কা থাকে। কেরলের ৫৫ বছর বয়সি ব্যক্তির সম্প্রতি শ্বাসকষ্ট শুরু হয়। কিন্তু দ্রুত পরিস্থিতি খারাপ হয়। ফলে হাসপাতালে যেতে হয় তাঁকে। কেরলের অমৃতা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তিনি। সেখানে তাঁকে চিকিৎসা করার সময় চমকে গেলেন চিকিৎসকরা। দেখা গেল তাঁর ফুসফুসের মধ্যে একটি আরশোলা আটকে রয়েছে !
ফুসফুসে আরশোলা !
কেরলের এই ঘটনা চমকে দিয়েছে চিকিৎসকদের। সাধারণত সর্দি কাশি, শ্বাসকষ্ট নিয়ে অনেকেই হাসপাতালে আসেন। কিন্তু ফুসফুসে আরশোলা আটকে রয়েছে বলে শ্বাসকষ্ট হচ্ছে , এমনটা ভাবতে পারেননি চিকিৎসকরা। এশিয়ানেট নিউজেবলের রিপোর্ট অনুযায়ী, ইন্টারভেনশনাল পালমোনোলজির চিকিৎসক টিঙ্কু জোসেফ রোগীকে চিকিৎসা করার ভার নেন। প্রথমবার ফুসফুস পরীক্ষা করার সময় চমকে ওঠেন তিনি।
কীভাবে আরশোলা থেকে মিলল রেহাই ?
শেষ পর্যন্ত আরশোলা থেকে রেহাই পেয়েছেন ওই ব্যক্তি। চিকিৎসক টিঙ্কু জোসেফের নেতৃত্বে একটি দল ৫৫ বছরের ওই ব্যক্তির চিকিৎসা শুরু করেন। প্রথমে একটি নলের সাহায্যে পোকাটিকে ফুসফুস থেকে বের করে আনার চেষ্টা করা হয়। কিন্তু সেই প্রক্রিয়া সফল হয়েছে কি না, তা নিয়ে বিস্তারিত বলা হয়নি। পরে কীভাবে আরশোলা বেরিয়ে এল, তা নিয়েও কিছু বলা হয়নি রিপোর্টে। চিকিৎসকরা এই পদ্ধতি বিশদে উল্লেখ করেনি বলেই জানানো হয়েছে রিপোর্টে। তবে শেষ পর্যন্ত চার সেন্টিমিটার লম্বা পোকার কবল থেকে রক্ষা পেয়েছে রোগীটি। শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক হওয়ার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।
নাক থেকে মাঝেই মাঝেই রক্ত ঝরত !
অন্য আরেক ঘটনাও এমনই চমকে দেওয়ার মতো। ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। এক ব্যক্তির নাক থেকে মাঝে মাঝেই রক্ত ঝরত। এর ফলে বেশ অনেকটা রক্তক্ষরণ হয়ে যায়। রক্তচাপের সমস্যা হলে বা খুব গরমে এমনটা মাঝে মাঝে হয়ে থাকে। কিন্তু ঘন ঘন হওয়ার পর আর এড়াতে পারেননি ওই ব্যক্তি। হাসপাতালে যান তিনি। সেখানে গেলে চিকিৎসকরা আবিষ্কার করেন ব্যক্তির নাকে অজস্র পোকা। গুনে গুনে ১৫০টি পোকা উদ্ধার করেন তাঁরা ! পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বছরে ৩-৪ বার হাসপাতালে যাওয়া তার এখনকার ডিউটি।
আরও পড়ুন - অপারেশন থিয়েটারে রিল বানিয়ে শাস্তির মুখে ৩ নার্স